আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়তে তৈরি দিদিয়ের দেশঁ, হুগো লরিস

রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে অসাধারণ নজির গড়তে পারেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ও অধিনায়ক হুগো লরিস।

রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়তে পারেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জিততে পারেন এই গোলকিপার। এখনও পর্যন্ত কোনও ফুটবলার তাঁর জাতীয় দলের অধিনায়ক হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জিততে পারেননি। সেই নজির গড়তে পারেন লরিস। এখনও পর্যন্ত মাত্র ৪ জন ফুটবলার পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। জার্মানির প্রাক্তন ফুটবলার কার্ল-হাইঞ্জ রুমেনিগে পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেন। তবে তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ১৯৮২ সালে ইতালি এবং ১৯৮৬ সালে আর্জেন্টিনার কাছে হেরে যায় জার্মানি। ১৯৮৬ সালে রুমেনিগের দলকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় দিয়েগো মারাদোনার দল। ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনার নেতৃত্বে ছিলেন মারাদোনা। তবে এবার তিনি দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ১৯৯০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানি। ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক ও কোচ দুঙ্গা ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিলের নেতৃত্বে ছিলেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তবে ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয় ব্রাজিল।

বিশ্বকাপে ফ্রান্সের গত ২১টি ম্যাচের মধ্যে ১৯টিতেই খেলেছেন লরিস। গতবার রাশিয়া বিশ্বকাপে তিনি ফ্রান্সের অধিনায়ক ছিলেন এই গোলকিপারই। তাঁর নেতৃত্বেই দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এবারও দলকে চ্যাম্পিয়ন করাই লরিসের লক্ষ্য। তিনি রবিবার সেই লক্ষ্যেই মাঠে নামবেন।

Latest Videos

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁও রবিবার বিশ্বকাপ ফাইনালে অসাধারণ নজির গড়তে পারেন। তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জিততে পারেন। ১৯৯৮ সালে ফ্রান্স যখন প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, সেই দলের অধিনায়ক ছিলেন দেশঁ। তাঁর দল বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে দেয়। এর ঠিক ২০ বছর পর ২০১৮ সালের বিশ্বকাপে কোচ হিসেবে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেন দেশঁ। এবারও তাঁর সামনে দলকে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে। ইতালির প্রাক্তন কোচ ভিত্তোরিও পোজ্জো ১৯৩৪ ও ১৯৩৮ সালের বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেন। তাঁর নজির স্পর্শ করতে পারেন দেশঁ। তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে ১৪ ম্যাচ জিতেছে ফ্রান্স। শুধু পশ্চিম জার্মানির প্রাক্তন কোচ হেলমুট স্কন বিশ্বকাপে দেশঁর চেয়ে বেশি ম্যাচ জিতিয়েছেন দলকে। তিনি ১৯৬৪ থেকে ১৯৭৮ পর্যন্ত পশ্চিম জার্মানির কোচ ছিলেন।

আরও পড়ুন-

বিশ্বকাপ ফাইনালের জন্য পরিকল্পনা তৈরি, জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

মন বলছে মেসি কিন্তু এমবাপের খেলা দেখতেও ভাল লাগে, বিশ্বকাপ ফাইনালের আগে বললেন শাহরুখ

বিশ্বকাপ ফাইনালে দলে ফিরছেন না করিম বেঞ্জেমা, জানালেন ফ্রান্সের কোচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury