সংক্ষিপ্ত

রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়নদের মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছেন লিওনেল মেসি।

গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামার আগে আর্জেন্টিনার কৌশল তৈরি। এমনই জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বিশ্বকাপ ফাইনালের আগে জানিয়েছেন, 'আমাদের কৌশল তৈরি। আমরা বিপক্ষ দলকে যাতে সবচেয়ে বেশি বেগ দিতে পারি এবং নিজেদের সমস্যা সবচেয়ে কম হয় সেটা নিশ্চিত করার জন্যই খেলব। আমাদের গেমপ্ল্যান তৈরি। আমরা জানি ফ্রান্সের বিরুদ্ধে কীভাবে খেলতে হবে। আমাদের পরিকল্পনা কার্যকর করতে হবে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, ঠিক সেভাবেই ফাইনালেও খেলতে চাই। তবে আমরা টাইব্রেকারে ম্যাচ জিততে চাই না। আর টাইব্রেকারের যন্ত্রণা পেতে চাই না আমরা।' আর্জেন্টিনার কোচ আরও বলেছেন, 'এটা যদি লিওনেল মেসির শেষ ম্যাচ হয়, তাহলে যেন আমরা বিশ্বকাপ জিততে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমাদের ম্যাচ উপভোগ করতে হবে। বিশ্বকাপ ফাইনালে এর চেয়ে ভাল আর কীই বা হতে পারে!'

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানের মতো ফুটবলারদের সামলাতে হবে নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্টিনেজদের। অনেকেই বলছেন, বিশ্বকাপ ফাইনালে মেসির সঙ্গে এমবাপের লড়াই হবে। আর্জেন্টিনার কোচ অবশ্য সেটা মনে করেন না। তিনি বলেছেন, 'এমবাপেকে আটকাতে গেলে আমাদের দলের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। তবে ফ্রান্স দলে শুধু এমবাপে নেই, আরও অনেকেই আছে। আমাদের দলের সবাইকে ভাল খেলতে হবে। রবিবারের ম্যাচে শুধু মেসির সঙ্গে এমবাপের লড়াই হবে না। আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের লড়াই হবে। মেসি ছাড়াও আমাদের দলে এমন কিছু অস্ত্র আছে যারা ম্যাচের ফল গড়ে দিতে পারে। এমন অনেক খেলোয়াড় আছে, যারা ম্যাচের ফল নির্ধারণ করে দেবে। আশা করি আমরাই জয় পাব।'

এবারের বিশ্বকাপের সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। অন্য সেমি ফাইনালে মরক্কোকে হারিয়ে দিয়েছে ফ্রান্স। এই ২ দলই এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ফাইনালেও আর্জেন্টিনা ও ফ্রান্স ভাল খেলতে তৈরি। তবে ফাইনালের আগে ২ শিবিরই কিছুটা চাপে। মেসির চোট নিয়ে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও মেসি জানিয়ে দিয়েছেন, তিনি বিশ্বকাপ ফাইনালে খেলবেন। চোট সারিয়ে ফিট হয়ে ওঠা সত্ত্বেও ফ্রান্স দলে ফেরানো হয়নি করিম বেঞ্জেমাকে। ফ্রান্সের বেশ কয়েকজন ফুটবলার অসুস্থ হয়ে পড়েন এবং চোট পান। তবে এখন সবাই সুস্থ হয়ে উঠেছেন। ফলে পুরো দল নিয়েই আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামছে ফ্রান্স।

আরও পড়ুন-

মন বলছে মেসি কিন্তু এমবাপের খেলা দেখতেও ভাল লাগে, বিশ্বকাপ ফাইনালের আগে বললেন শাহরুখ

দলের সবার প্রশংসা, করিম বেঞ্জেমাকে নিয়ে প্রশ্নে বিব্রত ফ্রান্সের কোচ

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই খেলতে তৈরি মেসি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রান্স