সংক্ষিপ্ত
রবিবার বিশ্বকাপ ফাইনাল। শুধু ফুটবলপ্রেমীরাই নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই ম্যাচ নিয়ে উত্তেজিত। বলিউড বাদশা শাহরুখ খানও বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের মতামত জানালেন।
বিশ্বকাপ ফাইনালে কাকে সমর্থন করবেন, সেটা নিয়ে কিছুটা সংশয়ে শাহরুখ খান। বলিউড বাদশা জানিয়েছেন, 'মন বলছে মেসি, না? কিন্তু এমবাপের খেলা দেখতেও ভাল লাগে।' ট্যুইটারে অনুরাগীদের উদ্দেশ্যে 'আস্ক এসআরকে' সেশনের আয়োজন করেন শাহরুখ। তখনই তাঁকে একজন বিশ্বকাপ ফাইনাল নিয়ে প্রশ্ন করেন। তাঁর প্রশ্নের জবাবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে, ২ তারকার প্রতিই অনুরাগের কথা জানিয়েছেন শাহরুখ। বলিউড বাদশা খেলা ভালবাসেন। শুধু ক্রিকেট বা হকিই নয়, সব খেলার প্রতিই তাঁর ভালবাসা রয়েছে। ফুটবলও ভালবাসেন শাহরুখ। তিনি খেলার খবরও রাখেন এবং নিয়মিত খেলা দেখেন। বিশ্বকাপ ফুটবল নিয়ে সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই উত্তেজিত শাহরুখ। তিনি ভাল খেলা দেখার আশায় রবিবার টিভির সামনে বসবেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক বা ফ্রান্স, ভাল খেলা আশায় শাহরুখ। তাঁর আশা, মেসি ও এমবাপে বিশ্বকাপ ফাইনালে ভাল খেলবেন এবং দর্শকদের আনন্দ দেবেন।
বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ। ২০০৮ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম কর্ণধার তিনি। ফলে কলকাতার সঙ্গে বলিউড বাদশার যোগ রয়েছে। এই শহরের ফুটবলপ্রেমের কথা তাঁর অজানা নয়। ভারতের অপর এক ফুটবলপ্রেমী রাজ্য কেরালাতেও শাহরুখের অনুরাগীর সংখ্যা প্রচুর। তাঁদের মতোই ফুটবল ভালবাসেন শাহরুখ। তিনি সে কথা নিজেই জানালেন। তিনি যে নিয়মিত বিশ্বকাপের ম্যাচ দেখছেন, সেটাও তাঁর কথায় বোঝা গিয়েছে।
রবিবার বিশ্বকাপ ফাইনাল ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত সাড়ে ৮টায়। পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামবে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। দিদিয়ের দেশঁ ১৯৯৮ সালে ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন। এরপর গতবার তিনি কোচ হিসেবেও বিশ্বকাপ জেতেন। ফের বিশ্বকাপ জিততে মরিয়া দেশঁ। তিনি দলকে সেভাবেই তৈরি করছেন। ফ্রান্সের অন্য়তম ভরসা এবারের বিশ্বকাপে ৫ গোল করা এমবাপে।
বিশ্বকাপ ফাইনাল জিততে মরিয়া মেসিরাও। এটাই দেশের হয়ে মেসির শেষ ম্যাচ। তিনি ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েই এই প্রতিযোগিতাকে বিদায় জানাতে চাইছেন। ফ্রান্সের মতোই আর্জেন্টিনাও দুর্দান্ত ফুটবল খেলছে। ফলে বিশ্বকাপ ফাইনালে অসাধারণ লড়াই দেখা যেতে পারে। ২ দলই একে অপরকে সহজে জমি ছাড়বে না। যে দল সেরা পারফরম্যান্স দেখাতে পারবে এবং কম ভুল করবে, তারাই জয় পাবে।
আরও পড়ুন-
দলের সবার প্রশংসা, করিম বেঞ্জেমাকে নিয়ে প্রশ্নে বিব্রত ফ্রান্সের কোচ
হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই খেলতে তৈরি মেসি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রান্স
বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে জ্বলে উঠতে তৈরি মেসি, পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি ফ্রান্সের