কাতার বিশ্বকাপে কাদের গড় বয়স সবচেয়ে বেশি? কোন দলে বয়স্কদের ভিড়?

আর মাত্র ২ দিন, তারপরেই কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ৩২টি দলই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

 

Web Desk - ANB | Published : Nov 17, 2022 4:55 PM IST / Updated: Nov 19 2022, 12:45 AM IST

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশ কাতারের পাশাপাশি বাকি ৩১টি দলও এই প্রতিযোগিতার জন্য পুরোপুরি তৈরি। সব দলই শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, জার্মানির মতো দলগুলি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য় তৈরি হচ্ছে। এরই মধ্যে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কোন দলের গড় বয়স সবচেয়ে কম এবং কোন দলের গড় বয়স সবচেয়ে বেশি। জানা গিয়েছে, এবারের বিশ্বকাপে যে ৩২টি দল খেলছে, তাদের মধ্যে ইরানের গড় বয়স সবচেয়ে বেশি। ইরান দলে আছেন বেয়ার লেভারকুসেনের ফরোয়ার্ড সর্দার আজমুন। ইরান দলের গড় বয়স ২৮.৯ বছর। এরপেরই আছে মেক্সিকো। এই দলটির গড় বয়স ২৮.৫ বছর। লিওনেল মেসিদের দলের গড় বয়স ২৭.৯ বছর। মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো একটু বয়স্ক ফুটবলার। ব্রাজিলের গড় বয়সও আর্জেন্টিনার কাছাকাছি। নেইমারদের দলের গড় বয়স ২৭.৮ বছর। উরুগুয়ে, বেলজিয়াম এবং টিউনিশিয়া দলের গড় বয়সও ২৭.৮ বছর। জাপান দলেরও গড় বয়স ২৭.৮ বছর। দক্ষিণ আফ্রিকা দলের গড় বয়স ২৭.৭ বছর। অস্ট্রেলিয়া দলের গড় বয়স ২৭.৫ বছর।

কাতার বিশ্বকাপে সবচেয়ে কম বয়স ঘানা দলের। আফ্রিকার এই দলটির গড় বয়স ২৪.৭ বছর। দলে আছেন অ্যান্ড্রু আয়ু, জর্ডন আয়ু, ইনাকি উইলিয়ামস, টমাস পার্তের মতো ফুটবলাররা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ঘানা। এবার কাতারেও ভাল ফল হবে বলে আশা করছেন সমর্থকরা। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে ঘানার সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ২৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘানার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২ নভেম্বর তৃতীয় ম্যাচে ঘানার সামনে উরুগুয়ে।

Latest Videos

ঘানার পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় তরুণতম দল মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলটির গড় বয়স ২৫.২ বছর। স্পেন দলের গড় বয়স ২৫.৬ বছর। ইকুয়েডর দলের গড় বয়সও ২৫.৬ বছর। সেনেগাল দলের গড় বয়স ২৬.২ বছর। ক্যামেরুন দলের গড় বয়স ২৬.৩ বছর। ওয়েলশ দলেরও গড় বয়স ২৬.৩ বছর। মরক্কো দলেরও গড় বয়স ২৬.৩ বছর। ইংল্যান্ড দলের গড় বয়স ২৬.৪ বছর। ফ্রান্স দলের গড় বয়স ২৬.৬ বছর।

বিশেষজ্ঞরা বলেন, বিশ্বকাপে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন ২৮ থেকে ৩২ বছর বয়সি ফুটবলাররা। সেই হিসেবে এবার সেরা ফুটবলার হওয়ার আশা রয়েছে নেইমারের। আর্জেন্টিনার মতো ব্রাজিলও এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

আরও পড়ুন-

৩৬ ম্যাচ অপরাজিত, ৫ গোলে জিতে মেসিরা বুঝিয়ে দিলেন বিশ্বকাপের জন্য তৈরি

রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল, জেনে নিন প্রিয় দলগুলি কবে মাঠে নামছে

শুক্রবার আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-ওড়িশা, ওড়িশার বিরুদ্ধে গোল না খাওয়ার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar