কাতার বিশ্বকাপে কাদের গড় বয়স সবচেয়ে বেশি? কোন দলে বয়স্কদের ভিড়?

আর মাত্র ২ দিন, তারপরেই কাতারে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। ৩২টি দলই শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

 

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশ কাতারের পাশাপাশি বাকি ৩১টি দলও এই প্রতিযোগিতার জন্য পুরোপুরি তৈরি। সব দলই শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, জার্মানির মতো দলগুলি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য় তৈরি হচ্ছে। এরই মধ্যে দেখে নেওয়া যাক এবারের বিশ্বকাপে কোন দলের গড় বয়স সবচেয়ে কম এবং কোন দলের গড় বয়স সবচেয়ে বেশি। জানা গিয়েছে, এবারের বিশ্বকাপে যে ৩২টি দল খেলছে, তাদের মধ্যে ইরানের গড় বয়স সবচেয়ে বেশি। ইরান দলে আছেন বেয়ার লেভারকুসেনের ফরোয়ার্ড সর্দার আজমুন। ইরান দলের গড় বয়স ২৮.৯ বছর। এরপেরই আছে মেক্সিকো। এই দলটির গড় বয়স ২৮.৫ বছর। লিওনেল মেসিদের দলের গড় বয়স ২৭.৯ বছর। মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো একটু বয়স্ক ফুটবলার। ব্রাজিলের গড় বয়সও আর্জেন্টিনার কাছাকাছি। নেইমারদের দলের গড় বয়স ২৭.৮ বছর। উরুগুয়ে, বেলজিয়াম এবং টিউনিশিয়া দলের গড় বয়সও ২৭.৮ বছর। জাপান দলেরও গড় বয়স ২৭.৮ বছর। দক্ষিণ আফ্রিকা দলের গড় বয়স ২৭.৭ বছর। অস্ট্রেলিয়া দলের গড় বয়স ২৭.৫ বছর।

কাতার বিশ্বকাপে সবচেয়ে কম বয়স ঘানা দলের। আফ্রিকার এই দলটির গড় বয়স ২৪.৭ বছর। দলে আছেন অ্যান্ড্রু আয়ু, জর্ডন আয়ু, ইনাকি উইলিয়ামস, টমাস পার্তের মতো ফুটবলাররা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ঘানা। এবার কাতারেও ভাল ফল হবে বলে আশা করছেন সমর্থকরা। ২৪ নভেম্বর প্রথম ম্যাচে ঘানার সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ২৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘানার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২ নভেম্বর তৃতীয় ম্যাচে ঘানার সামনে উরুগুয়ে।

Latest Videos

ঘানার পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় তরুণতম দল মার্কিন যুক্তরাষ্ট্র। এই দলটির গড় বয়স ২৫.২ বছর। স্পেন দলের গড় বয়স ২৫.৬ বছর। ইকুয়েডর দলের গড় বয়সও ২৫.৬ বছর। সেনেগাল দলের গড় বয়স ২৬.২ বছর। ক্যামেরুন দলের গড় বয়স ২৬.৩ বছর। ওয়েলশ দলেরও গড় বয়স ২৬.৩ বছর। মরক্কো দলেরও গড় বয়স ২৬.৩ বছর। ইংল্যান্ড দলের গড় বয়স ২৬.৪ বছর। ফ্রান্স দলের গড় বয়স ২৬.৬ বছর।

বিশেষজ্ঞরা বলেন, বিশ্বকাপে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন ২৮ থেকে ৩২ বছর বয়সি ফুটবলাররা। সেই হিসেবে এবার সেরা ফুটবলার হওয়ার আশা রয়েছে নেইমারের। আর্জেন্টিনার মতো ব্রাজিলও এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।

আরও পড়ুন-

৩৬ ম্যাচ অপরাজিত, ৫ গোলে জিতে মেসিরা বুঝিয়ে দিলেন বিশ্বকাপের জন্য তৈরি

রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল, জেনে নিন প্রিয় দলগুলি কবে মাঠে নামছে

শুক্রবার আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-ওড়িশা, ওড়িশার বিরুদ্ধে গোল না খাওয়ার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন