শুক্রবার আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-ওড়িশা, ওড়িশার বিরুদ্ধে গোল না খাওয়ার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের

শুক্রবারই প্রথম আইএসএল-এ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ফের ভাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ইভান, কোচ জানালেন, দলের কারও চোট-আঘাত নেই।

/ Updated: Nov 17 2022, 08:02 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইএসএল-এ ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ সবসময়ই উত্তেজক। ৬-৪, ৬-৫, ৩-১, ২-১। সবমিলিয়ে ৪ ম্যাচে ২৮ গোল হয়েছে। দু'দলের ৪টি সক্ষাৎকারই হয়েছে গোয়ায়। শুক্রবারই প্রথম আইএসএল-এ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। গত ম্যাচ বেঙ্গালুরু এফসি-কে ১-০ গোলে হারিয়ে এবারের আইএসএল-এ দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত আইএসএল-এ টানা ২ ম্যাচ জয় পায়নি লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার কি ইতিহাসের চাকা ঘুরবে? আশাবাদী কোচ স্টিফেন কনস্টানটাইন ও ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। ফের ভাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ইভান। তিনি আশাবাদী, দল ভাল খেলবে এবং দল ৩ পয়েন্ট পাবে। কোচ জানালেন, দলের কারও চোট-আঘাত নেই। লিমা, ডোহার্টি, জেরি সম্পূর্ণ ফিট। ফলে শুক্রবার ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে উপরের দিকে যাওয়াই লক্ষ্য লাল-হলুদ শিবিরের |