পেনাল্টি মিস করে কাঠগড়ায় হ্যারি কেন, ইংল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

সাফল্যের কথা অনেকেই ভুলে যায়, কিন্তু ব্যর্থতা মনে রাখে এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তিনিই পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। 

Share this Video

বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই করছিল ইংল্যান্ড। কিন্তু একাধিক সহজ সুযোগ নষ্ট করার জন্যই হারতে হল গ্যারেথ সাউথগেটের দলকে। ম্যাচের ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অরেলেঁ। প্রথমার্ধে আর গোল হয়নি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান হ্যারি কেন। এরপর ৭৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরু। এরপর ম্যাচের দ্বিতীয় পেনাল্টি মিস করেন হ্যারি কেন।

Related Video