চোট পেলেও বিশ্বকাপে খেলবেন নেইমার, আশ্বস্ত করলেন ব্রাজিলের কোচ তিতে

Published : Nov 25, 2022, 05:05 PM IST
Neymar

সংক্ষিপ্ত

এ বছর ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি ফাউল করা হয়েছে নেইমারকে। বিশ্বকাপেও বিপক্ষের ডিফেন্ডারদের কড়া ট্যাকল থেকে রেহাই পেলেন না ব্রাজিলের এই তারকা স্ট্রাইকার। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে চোট পান তিনি।

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে অসাধারণ ফুটবল খেলে অনায়াস জয় পেলেও, ব্রাজিল শিবিরে উদ্বেগ তৈরি করেছে নেইমারের চোট। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পান নেইমার। তাঁর চোট কতটা গুরুতর, সেটা এখনও জানা যায়নি। ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো ল্যাসমার জানিয়েছেন, নেইমারের চোট ঠিক কীরকম, সেটা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে। তবে ব্রাজিলের কোচ তিতে আশাবাদী, তাঁর দলের সেরা অস্ত্রকে বাদ দিয়ে কোনও ম্যাচ খেলতে হবে না। চোটমুক্ত হয়ে বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন নেইমার। এ প্রসঙ্গে ব্রাজিলের কোচ বলেছেন, 'নেইমার বিশ্বকাপে খেলবে। আপনারা এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন। নেইমার কখন চোট পেয়েছি আমি দেখিনি। পরে আমি ভিডিও রিপ্লেতে দেখতে পাই ও চোট পেয়েছে। চোট পাওয়ার পরেও ও যন্ত্রণা দূরে সরিয়ে রেখে খেলতে পেরেছে। ফলে পরের ম্যাচে ওর মাঠে নামা নিয়ে চিন্তা নেই। নেইমার ছাড়াও গোড়ালিতে চোট পেয়েছে ড্যানিলো। মেডিক্যাল স্টাফরা ওর চোটও পরীক্ষা করছেন। আশা করি ওরা দু'জনই চোট সারিয়ে পরের ম্যাচ খেলতে পারবে।'

এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছে ব্রাজিল। শুরু থেকে শেষপর্যন্ত দাপট বজায় রেখেছে তিতের দল। সার্বিয়া সারা ম্যাচে সেভাবে আক্রমণ করতে পারেনি। প্রথম থেকে ব্রাজিলের আক্রমণেরই ঢেউ দেখা যায়। দুটো শট বার ও পোস্টে না লাগলে ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়ত। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসনরা একাধিক সুযোগও নষ্ট করেন। তবে তারপরেও সহজেই ২-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন রিচার্লিসন। অসাধারণ সাইড ভলিতে তাঁর দ্বিতীয় গোল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল সমর্থকদের মন জয় করেছে। প্রথম ম্যাচের পরেই ব্রাজিলকে নিয়ে প্রত্যাশা বেড়ে গিয়েছে।

কিন্তু ব্রাজিলের এই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই কাঁটার মতো বিঁধছে নেইমারের চোট। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে মারাত্মক চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল নেইমারকে। তিনি আর ফুটবল খেলতে পারবেন কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। তারপর থেকেই নেইমারের চোট নিয়ে অত্যন্ত সংবেদনশীল ব্রাজিল। তাই এবার প্রথম ম্যাচেই নেইমার চোট পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে ব্রাজিল দল। সমর্থকরাও উদ্বেগে আছেন। সবারই আশা, চোটমুক্ত হয়ে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন নেইমার

আরও পড়ুন-

কাতারে জোগো বোনিতো, প্রথম ম্যাচেই সাম্বা ম্যাজিক, রিচার্লিসনের জোড়া গোলে জয়

রিচার্লিসনের জোড়া গোল, বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল

প্রথম ফুটবলার হিসেবে ৫ বিশ্বকাপে গোল, অনন্য নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা