পেনাল্টি মিস করে ফ্রান্সের কাছে হারের পর রেফারিকে আক্রমণ ইংল্যান্ডের

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে ইংল্যান্ডের। এই হারের পর রেফারিকে কাঠগড়ায় তুলেছে ইংল্যান্ড শিবির।

শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-২ গোলে হারের পর ইংল্যান্ডের বর্তমান ও প্রাক্তন ফুটবলারদের নিশানায় ব্রাজিলের রেফারি উইল্টন স্যাম্পাইও। হারের জন্য তাঁকেই কাঠগড়ায় তুলছে ইংরেজরা। তাদের দাবি, ফ্রান্সের প্রথম গোলের ঠিক আগে বুকায়ো সাকাকে ফাউল করা হয়েছিল। কিন্তু রেফারি বা সহকারী রেফারি সেটা দেখেননি। তার ফলেই গোল হজম করতে হয় ইংল্যান্ডকে। এই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার বলেছেন, 'খুব খারাপ রেফারিং। প্রথম মিনিট থেকেই খুব খারাপ রেফারিং হচ্ছিল। প্রথম ১৫ মিনিটের মধ্যেই ৫-৬টা ফাউল হয়। একবারও হলুদ কার্ড দেখাননি রেফারি। আমার মনে হয়েছে, প্রথম গোলের আক্রমণ গড়ে ওঠার সময় বুকায়োকে ফাউল করা হয়েছিল। রেফারির পারফরম্যান্স ঠিক কতটা খারাপ, সেটা আমি ব্যাখ্যা করতে পারব না। আমি বেশি কিছু বলতে চাই না। কিন্তু আমি এটুকু বলতে চাই, তিনি সারা ম্যাচেই একের পর এক খারাপ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই না, ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ভুল করেছেন। তাঁর নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিও ভুল ছিল। তিনি আমাদের পক্ষে কোনও সিদ্ধান্তই নেননি।'

ইংল্যান্ডের প্রাক্তন তারকা গ্যারি লিনেকারও রেফারির তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, 'সাকাকে ১০০ শতাংশ ফাউল করা হয়েছিল। (হ্যারি) কেনকে যেভাবে ফাউল করা হয়েছিল, তাতে ১০০ শতাংশ পেনাল্টি ছিল। রেফারির একটা সিদ্ধান্তও আমাদের পক্ষে যায়নি।'

Latest Videos

ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার গ্যারি নেভিলও রেফারির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'রেফারিং যেন একটা দুঃস্বপ্ন ছিল। রেফারি একজন ভাঁড়। আমি বলছি না রেফারির জন্যই ইংল্যান্ড হেরেছে। কারণ, সেটা অজুহাত দেওয়া হবে। কিন্তু রেফারিং খুব খারাপ হয়েছে।'

ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য রেফারিং নিয়ে কিছু বলতে চাননি। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ বিষয়ে কিছু বলা অনর্থক। আমি বরং আমাদের খেলোয়াড়দের কথাই বলব। ফ্রান্সকে অভিনন্দন। আমরা ওদের চাপে ফেলে দিয়েছিলাম। আমাদের দল যা খেলেছে তার চেয়ে বেশি কিছু করা যায় না।'

ফ্রান্সের বিরুদ্ধে ২ বার পেনাল্টি দেন রেফারি। প্রথম পেনাল্টি থেকে গোল করলেও, দ্বিতীয়বার বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন হ্যারি কেন। তার ফলেই হেরে যায় ইংল্যান্ড। কিন্তু এই হারের পর নিজেদের ফুটবলারদের দোষারোপ করার বদলে রেফারিকেই আক্রমণ করছে ইংল্যান্ড।

আরও পড়ুন-

চোখের জলে বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমি ফাইনালে মরক্কো

দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ, পরিবর্ত হিসেবে নেমেই নতুন নজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পেনাল্টি মিস হ্যারি কেনের, ইংল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি