বুধবার দ্বিতীয় সেমি ফাইনাল, ফেভারিট ফ্রান্সকে ধাক্কা দিতে তৈরি মরক্কো

Published : Dec 13, 2022, 08:54 PM IST
Yasin Bono

সংক্ষিপ্ত

বুধবার রাতে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কো-ফ্রান্স লড়াই। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে খেলবে মরক্কো।

আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছে মরক্কো। তবে এখানেই থেমে থাকতে নারাজ ইয়াসিন বোনো, হাকিম জিয়েচরা। বুধবার রাতে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে মরক্কো। তবে যেহেতু আফ্রিকার এই দলটির হারানোর কিছু নেই, তাই ফ্রান্সের বিরুদ্ধে সাহসী ফুটবল খেলতে চাইছেন মরক্কোর ফুটবলাররা। কোচ ওয়ালিদ রেগরাগুই সেমি ফাইনালের আগে বলেছেন, 'আমাদের দল ভাল খেলছে। তার ফলেই আমরা সেমি ফাইনালে পৌঁছতে পেরেছি। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমাদের দলের অনেক ফুটবলারই ছিটকে গিয়েছে। আমিন হারিত, ইমরান লাউজা, অ্যাডাম ম্যাসিনা এবারের বিশ্বকাপে খেলতে পারল না। কিন্তু তাতেও আমরা থেমে থাকিনি। আমাদের দলের সবাই মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। যারা এবারের বিশ্বকাপে খেলতে পারল না, তাদের জন্যই আমরা খেলছি। ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি আমরা। আজ আফ্রিকা বিশ্ব ফুটবলের কেন্দ্রস্থলে পৌঁছে গিয়েছে। বিশ্বকাপে প্রতিবার আফ্রিকার দলগুলিকে জিজ্ঞাসা করা হত, আপনারা কবে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে যেতে পারবেন? এবার সবাই জবাব পেয়ে গিয়েছেন। আমরা কোয়ার্টার ফাইনাল পর্ব পেরিয়ে গিয়েছি। তবে আমাদের খেলা শেষ হয়নি। আমাদের আরও এগোতে হবে।'

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ মরক্কোকে একেবারেই হাল্কাভাবে নিচ্ছেন না। সেমি ফাইনালের আগে তিনি প্রচণ্ড সতর্ক। বিপক্ষ দলের প্রশংসা করে দেশঁ বলেছেন, 'রেগরাগুই যে সাফল্য পেয়েছেন, সেটা প্রশংসনীয়। মরক্কো দুর্দান্ত খেলেছে এবং বিশ্বের সেরা কয়েকটি দলকে হারিয়েছে। এর কৃতিত্ব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের প্রাপ্য। এটা মরক্কোর জন্য ঐতিহাসিক কৃতিত্ব। এখন আফ্রিকার দলের সাফল্যে অবাক হওয়ার কিছু নেই। কারণ, ওরা দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ওরা চুরি-জোচ্চুরি করে জয় পায়নি। ওরা যোগ্য দল হিসেবেই জিতেছে।'

নিজেদের দল সম্পর্কে ফ্রান্সের কোচ বলেছেন, ‘আমরা সেমি ফাইনালে পৌঁছে গিয়েছি। আমরা এখন ফাইনালের কাছাকাছি। এটা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। আমাদের নিজেদের উপর বিশ্বাস আছে। তবে বুধবার আমাদের বড় ম্যাচ। আমরা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত যে পারফরম্যান্স দেখিয়েছি, তাতে সন্তুষ্ট হওয়াই যায়। কিন্তু আমরা এখানেই থেমে থাকতে চাই না। অতীতে বিশ্বচ্যাম্পিয়নরা বিশ্বকাপে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। আমরা সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে পেরেছি। তবে বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ।’

সেমি ফাইনালে ফ্রান্সের ভরসা কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানরা। অন্যদিকে, মরক্কোর ভরসা বোনো, হাকিম, সোফিয়ান আমরাবাত। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে ১২টায়।

আরও পড়ুন-

ইরান সরকারের বিরোধিতার শাস্তি, ফুটবলার আমির নাসর-আজাদানির ফাঁসির নির্দেশ

রাগত মেসিকে দেখে মারাদোনার কথা মনে পড়ে যাচ্ছে, জানালেন পাবলো জাবালেতা

লাতিন আমেরিকার পতাকা মেসিদের হাতে, বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার লড়াই

PREV
click me!

Recommended Stories

Messi in India: আম্বানি পরিবারের ‘বনতারা’ ঘুরে সফর শেষ করলেন মেসি, মঙ্গলবার ভারত ছাড়লেন বাকি দুই সতীর্থও
Messi in Kolkata: যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি-কে শো কজ! সাসপেন্ড ডিসি