Brazil vs Colombia: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে জয়, ফের ছন্দে ব্রাজিল

FIFA World Cup Qualifiers CONMEBOL: ১৯৩০ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বকাপের মূলপর্বে প্রতিবারই খেলেছে ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপেও ব্রাজিলের যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত।

Brazil vs Colombia: বিশ্বকাপ (FIFA World Cup) হোক বা কোপা আমেরিকা, (Copa America) ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ (Brazil vs Colombia) ম্যাচ সবসময়ই উত্তেজক। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifiers -CONMEBOL) ব্রাজিল-কলম্বিয়া ম্যাচেও উত্তেজক লড়াই দেখা গেল। ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেলেকাওয়ের হয়ে গোল করলেন রাফিনহা (Raphinha) ও ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। কলম্বিয়ার হয়ে একমাত্র গোল করেন লুইস দিয়াজ। লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দুই তারকার গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল ব্রাজিল। এই ম্যাচে জয় না পেলে অনেক পিছিয়ে যেত সেলেকাও। তবে সেসব কিছু হল না।

আর্জেন্টিনার পরেই ব্রাজিল

Latest Videos

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লাতিন আমেরিকার গ্রুপে এখন দ্বিতীয় স্থানে ব্রাজিল। ১৩ ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ২১। এই ম্যাচে হেরে অনেক পিছিয়ে পড়ল কলম্বিয়া। ১৩ ম্যাচ খেলে জেমস রডরিগেজদের পয়েন্ট ১৯। তাঁরা এখন ১০ দলের মধ্যে ৬ নম্বরে। শীর্ষে থাকা আর্জেন্টিনা ১২ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট পেয়েছে। গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের ফের বিশ্বকাপের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত প্রতিবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে ব্রাজিল। ২০২৬ সালেও ব্রাজিলের বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হতে চলেছে। তবে বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল কেমন পারফরম্যান্স দেখাবে, সে বিষয়ে সংশয় রয়েছে।

লড়াই করে জয় ব্রাজিলের

কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। ৪১ মিনিটে সমতা ফেরায় কলম্বিয়া। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রচণ্ড লড়াই করে কলম্বিয়া। ফলে ব্রাজিলের পক্ষে গোলমুখ খোলা সম্ভব হচ্ছিল না। সবাই ধরে নিয়েছিলেন, কলম্বিয়ার বিরুদ্ধে ফের পয়েন্ট হারাতে চলেছে ব্রাজিল। তবে শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ের ৯ মিনিটে গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করেন ভিনি জুনিয়র

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
ভারতে ঢুকে ভারতকে অপমান! ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশি ব্যক্তিকে | Bangladeshi | Cooch Behar News
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র