কলকাতা ময়দানেই পেশাদার ফুটবলার হিসেবে সুনীল ছেত্রীর যাত্রা শুরু হয়েছিল, সেই কলকাতাতেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন ভারতের অধিনায়ক। ভারত-কুয়েত ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচে কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত। কলকাতায় ভারতীয় ফুটবল দলের ম্যাচ থাকলে সাধারণত যে উন্মাদনা দেখা যায়, বৃহস্পতিবারের ম্যাচে তার চেয়ে অনেক বেশি হইচই দেখা যাচ্ছে। কারণ, এদিনই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে তাঁর বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই চাহিদা ছিল তুঙ্গে। বৃহস্পতিবারও অনেকেই টিকিটের খোঁজ করছেন। টিকিটের কালোবাজারিও হতে পারে বলে অনেকে মনে করছেন।
কীভাবে দেখা যাবে ম্যাচ?
যাঁদের পক্ষে নানা কারণে বৃহস্পতিবার যুবভারতীতে গিয়ে ভারত-কুয়েত ম্যাচ দেখা সম্ভব হচ্ছে না, তাঁরা টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ, ট্যাবে খেলা দেখতে পারেন। টেলিভিশনে সরাসরি ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮, স্পোর্টস ১৮ ৩ ও স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ, ওয়েবসাইটে।
ফিফার শুভেচ্ছা নিয়ে খেলতে নামছেন সুনীল
বৃহস্পতিবার যুবভারতীর গ্যালারিতে সুনীলকে শুভেচ্ছা জানিয়ে একাধিক টিফো দেখা যাবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীলকে শুভেচ্ছা জানানো হয়েছে। জাতীয় ও ক্লাব দলের সতীর্থরাও এই তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং ক্লাব, বেঙ্গালুরু এফসি, আইএফএ-র পক্ষ থেকেও সুনীলকে শুভেচ্ছা জানানো হয়েছে। ফিফার পক্ষ থেকেও ভারতের অধিনায়কের জন্য শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। ভিডিও বার্তার মাধ্যমে সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মডরিচ। বর্তমানে যাঁরা ফুটবল খেলছিলেন, তাঁদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি গোলের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পরেই আছেন সুনীল। ফলে তাঁর অবসরে ভারতীয় ফুটবলে শূন্যতা তৈরি হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'নিজেদের সেরাটা উজাড় করে দেবো' কুয়েতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী সুনীল
"সুনীল ছেত্রী মানে একটা যুগ" একান্ত সাক্ষাৎকারে অকপট প্রাক্তন গোলরক্ষক শিল্টন পাল
কুয়েতের বিরুদ্ধে নামার আগে আবেগপ্রবণ ছাংতে, জয় ছাড়া কিছুই ভাবছেন না