'নিজেদের সেরাটা উজাড় করে দেবো' কুয়েতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী সুনীল

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তার আগের দিন, অর্থাৎ বুধবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন সুনীল ছেত্রী এবং জাতীয় দলের কোচ ইগোর স্টিমাচ।

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসর নেবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। তার আগের দিন, অর্থাৎ বুধবার সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হলেন সুনীল ছেত্রী এবং জাতীয় দলের কোচ ইগোর স্টিমাচ।

উল্লেখ্য, ৬ জুন বৃহস্পতিবার, বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী ম্যাচে যুবভারত ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত বনাম কুয়েত। ব্লু-টাইগার্সদের কাছে কার্যত মরণবাঁচন ম্যাচ। সেইসঙ্গে, ভারতীয় ফুটবলের অন্যতম তারকা সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। আর তাই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই। সেইসঙ্গে, ফুটবলপ্রেমী বাঙালির ঘরের মাঠে আয়োজিত হতে চলেছে এই ঐতিহাসিক ম্যাচ। স্বভাবতই, দলমত নির্বিশেষে উচ্ছ্বসিত সবাই।

Latest Videos

আর এই ম্যাচে নামার আগে ভারতীয় ফুটবল দলের কোচ ইগোর স্টিমাচ জানিয়েছেন, “আগামীকালের ম্যাচটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এতদিন খেলোয়াড় এবং কোচ হিসেবে জীবনে যেকটা ম্যাচ খেলেছি, তার মধ্যে অন্যতম কালকের ম্যাচ। এই ম্যাচ জিততেই হবে। কারণ এই ম্যাচে জয় পেলে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষকে খুশি করতে পারব আমরা।”

অন্যদিকে, দলের অধিনায়ক সুনীল বলছেন, “নিজেদের সেরাটা উজাড় করে দেবো। কারণ, কাজটা কঠিন। কলকাতায় খেলতে পেরে আমরা খুব খুশি। আশা করছি কালকে প্রচুর সমর্থন পাব আমরা। গোটা দল মুখিয়ে আছে। একটা দারুণ ম্যাচ হতে চলেছে। আমরা তৈরি আছি।”

অন্যদিকে, সুনীলের এই শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বেশকিছু পরিকল্পনা করেছে আইএফএ। শোনা যাচ্ছে, ৬২ হাজার সমর্থককে সুনীল ছেত্রীর মুখোশ দেওয়া হবে এবং ড্রোন থেকে পুষ্পবৃষ্টি করা হবে মাঠে। এছাড়াও সুনীল ছেত্রীর বড় পোস্টার থাকবে এবং আলাদাভাবে তাঁকে সংবর্ধনাও জানানো হবে বলে খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report