ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে প্রথম ম্যাচে নামছেন মানোলো মারকুয়েজ, কী বলছেন তিনি?

শুরু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। সেইসঙ্গে, মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবলে (Indian Football) শুরু হচ্ছে মানোলো মারকুয়েজ (Manolo Marquez) যুগ।

Subhankar Das | Published : Sep 2, 2024 1:50 PM IST

শুরু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। সেইসঙ্গে, মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবলে (Indian Football) শুরু হচ্ছে মানোলো মারকুয়েজ (Manolo Marquez) যুগ।

পাশাপাশি লক্ষ্য রয়েছে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের দিকেও। প্রসঙ্গত, এই হায়দ্রাবাদ শহরেই পাঁচ বছর আগে ভারতীয় ফুটবলে কোচিং শুরু করেছিলেন মানোলো। সেই শহরেই বসছে ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর।

Latest Videos

আর এবার সেই হায়দ্রাবাদের বুকেই এবার জাতীয় দলের কোচ হিসেবে নামবেন মানোলো। তবে মাত্র ২ দিনের প্রস্তুতি এবং ফুটবলারদের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তায় তিনি।

সোমবার সাংবাদিক বৈঠকে ভারতীয় ফুটবল দলের কোচ জানিয়েছেন, “আমি ভীষণ উত্তেজিত। হায়দ্রাবাদে প্রথম ম্যাচ খেলতে পেরে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একটা নতুন স্টেডিয়াম।” রবিবার, বিকেলে বৃষ্টির মধ্যেই অনুশীলন করেছে ভারতীয় দল। সোমবার, আরও একবার অনুশীলনের পর মঙ্গলবার ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল।

তাঁর কথায়, “প্রথম ম্যাচের আগে মাত্র ২ বার অনুশীলন করতে পারব আমরা। খেলোয়াড়দের মানসিকতা কেমন রয়েছে, তার উপরেই অনেক কিছু নির্ভর করছে। তবে আমি খুবই আশাবাদী। সূচি তো আমার নিয়ন্ত্রণে নেই। তাই অজুহাতও দিতে চাই না। কিন্তু সময় নষ্ট না করে যতটা সম্ভব প্রস্তুতি নিয়েই খেলতে নামতে হবে আমাদের।”

মানোলোর মতে, “পরপর তিন মাস ধরে বেশকিছু ম্যাচ খেলে আমরা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি নিতে চাই। আগামী মার্চ মাসে রয়েছে প্রথম ম্যাচ। প্রথম ফিফা উইন্ডোতে খেলতে নামা সবসময়েই যথেষ্ট কঠিন। তাছাড়া অনেক দলই ডুরান্ড কাপে রিজ়‌ার্ভ দল খেলিয়েছে। তাই ফুটবলারদের শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট কিছু জানি না। আইএসএল শুরু হলে বিষয়টা বুঝতে পারব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case