চলতি মরসুম শেষ হলেই লিভারপুল ছাড়ছেন, ৮ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সালাহর

লিভারপুলের হয়ে খেলার সুবাদেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত কয়েক বছরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই স্ট্রাইকার।

২০১৭ সালে ইতালির বিখ্যাত ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহ। তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন ইংল্যান্ডের এই ক্লাবের হয়ে খেলে। এখনও পর্যন্ত লিভারপুলের হয়ে ২৫৩ ম্যাচ খেলে ১৫৮ গোল করেছেন সালাহ। তিনি অ্যানফিল্ডে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু চলতি মরসুম শেষ হলেই  লিভারপুল ছাড়ছেন এই স্ট্রাইকার। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-০ উড়িয়ে দিয়েছে লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে ফের গোল করেছেন সালাহ। এই ম্যাচের পরেই তিনি ক্লাব ছাড়ার কথা ঘোষণা করেছেন। সালাহ বলেছেন, ‘আমার এই গ্রীষ্ম খুব ভালো কেটেছে। আমি নিজের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছি। আমি ইতিবাচক চিন্তা করছি। এটাই ক্লাবে আমার শেষ বছর। আমি এই বছরটা উপভোগ করতে চাই।’

ওল্ড ট্র্যাফোর্ডে অনন্য রেকর্ড সালাহর

Latest Videos

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ওল্ড ট্র্যফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন সালাহ। এই স্ট্রাইকার ওল্ড ট্র্যাফোর্ডে ৭ গোল করেছেন। রবিবার সতীর্থ লুই দিয়াজকে জোড়া গোল করতেও সাহায্য করেন সালাহ। রবিবার ম্যান ইউয়ের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই লিভারপুলের দাপট ছিল। ৩৫ মিনিটে প্রথম গোল করেন দিয়াজ। তিনি ৪২ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর ৫৬ মিনিটে গোল করেন সালাহ। একাধিক সুযোগ নষ্ট না করলে লিভারপুলের জয়ের ব্যবধান বাড়ত। তবে লিভারপুলের জয়ের চেয়েও সালাহর দল ছাড়ার ঘোষণা নিয়েই বেশি আলোচনা চলছে।

সালাহকে দলে রাখতে চাইছে না লিভারপুল!

সালাহ জানিয়েছেন, ‘আমি যে কোনও দলের হয়েই খেলতে পারি। আগামী বছর কী হয় আমরা দেখব। ক্লাবের কেউ আমার সঙ্গে চুক্তির ব্যাপারে কোনও কথা বলেনি। চুক্তির বিষয় আমার হাতে নেই। ক্লাবকে চুক্তি করতে হবে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ওয়েস্টহ্যামের বিরুদ্ধে আর্লিং হ্যালান্ডের হ্যাটট্রিক, প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ম্যান সিটির

রাফিনহার হ্যাটট্রিক, লা লিগায় ৭ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা

নতুন ফর্ম্যাটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কঠিন লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি