সতেরো বছর ধরে চলে আসা মিথ এবার ভাঙল! এই প্রথম ফিফপ্রো-র সেরা একাদশে জায়গা নেই মেসির

লিভারপুলের ফান ডাইকই একমাত্র প্লেয়ার, যিনি রিয়াল এবং সিটির বাইরে অন্য কোনও দল থেকে জায়গা পেয়েছেন।

চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল মেসির নাম। উল্লেখ্য, এবার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পেয়েছিলেন মেসি ও রোনাল্ডো।

ইউরোপ মহাদেশের বাইরে খেলা ফুটবলারদের মধ্যে তারাই একমাত্র ছিলেন এই তালিকায়। কিন্তু চূড়ান্ত তালিকা থেকে বাদ গেলেন এই দুই তারকা ফুটবলার। জদিওম এই তালিকায় সবথেকে বেশি দাপট দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি ফুটবলারদের। রিয়াল মাদ্রিদের ৬জন এবং ম্যান সিটির ৪জন ফুটবলার রয়েছেন চূড়ান্ত তালিকায়।

Latest Videos

লিভারপুলের ফান ডাইকই একমাত্র প্লেয়ার, যিনি রিয়াল এবং সিটির বাইরে অন্য কোনও দল থেকে জায়গা পেয়েছেন। রিয়ালের ৬জন ফুটবলারদের মধ্যে রয়েছেন টনি ক্রুজ, দানি কারভাহাল, রুডিগার, বেলিংহ্যাঁম, কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়র।

অন্যদিকে, ম্যাঞ্চেস্টার সিটির ৪জন ফুটবলারের মধ্যে রয়েছেন এডেরসন, কেভিন ডি ব্রুয়েনা, আর্লিং হালান্ড এবং রদ্রি। এদের মদ্যে রদ্রি এবার ব্যালন ডি’অর খেতাব জিতেছেন।

ফিফপ্রোর এই তালিকায় ভোট দিয়েছেন ৭০টি দেশের ২৮ হাজারেরও বেশি ফুটবলার। গত ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে চলতি ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যে সমস্ত ফুটবলাররা ক্লাবের হয়ে কমপক্ষে ৩০টি ম্যাচ খেলেছেন, তারাই স্থান পেয়েছেন।

তবে শুধু পুরুষদের দলই নয়। মেয়েদেরও সেরা একাদশ ঘোষণা করেছে ফিফপ্রো। সেই তালিকায় সুযোগ পেয়েছেন, মেরি ইয়ার্পস, লুসি ব্রোঞ্জ, ওলগা কারমোনা, অ্যালেক্সা গ্রিনউড, আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেয়াস, কিরা ওয়ালশ, বারব্রা বান্দা, লিন্ডা কাইসেদো, লরেন জেমস এবং মার্তা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today