জোরালো নিশানায় কল্যাণ চৌবে! এবার সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ AIFF প্রাক্তন কর্তার

সংক্ষিপ্ত

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিবের অভিযোগ, একাধিক অনৈতিক কাজ করেছেন কল্যাণ। 

ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবল সংস্থার সভাপতির বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দায়ের করেছেন শাজি প্রভারকণ।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিবের অভিযোগ, একাধিক অনৈতিক কাজ করেছেন কল্যাণ। ফলে, যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে ফেডারেশনের।

Latest Videos

ভারতীয় ফুটবল সংস্থার এথিক্যাল কমিটির কাছে এবার লিখিত একটি অভিযোগ করেছেন শাজি। অবশ্য এর আগে ২২ ডিসেম্বর, শাজি অভিযোগ করেছিলেন যে, কল্যাণ নিজের পছন্দের লোকদের বেছে বেছে নিয়োগ করছেন।

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার অনুমতি না নিয়েই এবার বিভিন্ন কাজে তাদের নাম ব্যবহার করেছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি কল্যাণ।

কল্যাণ চৌবের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছেন শাজি। তার মধ্যে স্বার্থের সংঘাত, অনৈতিক কাজের ফলে ফেডারেশনের আর্থিক ক্ষতি, ভারতীয় ফুটবল সংস্থার সম্মানহানি, রাজনৈতিক কাজে প্রভাব খাটানো এবং নিজের রাজনৈতিক জীবনে ফেডারেশনের নাম ব্যবহার ইত্যাদি রয়েছে। এই সকল কাজের ফলে, ফেডারেশনের কর্মচারীদের কাছে কল্যাণ আস্থা হারিয়েছেন বলে অভিযোগ তুলেছেন শাজি।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাজি জানিয়েছেন, “আমি এক বছরের বেশি সময় ধরে অপেক্ষা করেছি। তারপর এথিক্যাল কমিটির কাছে সেই অভিযোগ জানিয়েছি। কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। এবার তদন্ত করে প্রকৃত বিষয় সামনে আনার দায়িত্ব ফেডারেশনের। আমি আশা করছি যে, এশিয়ান ফুটবল সংস্থা এবং ফিফাও এই বিষয়ে তদন্ত করে দেখবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মমতার চালাকি ধরে ফেললেন! পথ খুঁজতে Abhijit Ganguly'র বাড়িতে চাকরিহারাদের একাংশ | SSC case Update
Locket Chatterjee: সিটি কলেজের অধ্যাপক 'আমরা যোগ্য' কার্ড ঝুলিয়ে মমতার সভায় কী করছে? প্রশ্ন লকেটের