MSC: একাধিক ফুটবলারের বেতন বাকি সাদাকালো ব্রিগেডে! উঠছে অভিযোগ, কী বলছে মহামডান?

Published : Dec 25, 2024, 02:20 PM IST
Mohammedan Sporting Club

সংক্ষিপ্ত

মাঠের বাইরে এবং মাঠের ভিতরে বেজায় চাপে মহামেডান স্পোর্টিং ফুটবল দল। 

এমনিতে, শেষ পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। কার্যত, পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়েছে মহামেডান। আর তার মাঝেই কিছু ফুটবলার অভিযোগ তুলেছেন যে, তাদের অনেকটা বেতন বকেয়া রয়েছে।

যদিও সেই অভিযোগ একেবারেই সত্যি নয় বলে জানিয়েছে ক্লাব। আর তার সঙ্গে দলের পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই বলেই দাবি ম্যানেজমেন্টের। মঙ্গলবার মহমেডান জানিয়েছে, গত ১০ অগস্ট থেকে ২০ অগস্টের মধ্যে ফুটবলারদের প্রাক্ মরশুম অনুশীলনে যোগ দিতে বলা হয়েছিল। ফুটবলারদের দলে যোগ দেওয়ার দিন থেকেই তাদের বেতন প্রক্রিয়া চালু হয়ে গেছিল।

প্রথম তিন মাস, অর্থাৎ, চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত বেশির ভাগ ফুটবলারের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। তবে কয়েকজন ফুটবলারের বেতন এখনও বকেয়া রয়েছে। তবে তার কিছু কারণও আছে। কারণ, চুক্তির ক্ষেত্রে কিছু সমস্যার কারণে তাদের বেতন আপাতত মেটানো যায়নি।

তবে সেই কথা সংশ্লিষ্ট ফুটবলারদের জানিয়েও দেওয়া হয়েছে বলে জানা গেছে। দ্রুত তাদের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তারা। মহমেডান আরও জানিয়েছে, কোনও ফুটবলারের বেতন বকেয়া রাখা হবে না।

আগামী ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত, সমস্ত বেতন নির্দিষ্ট সময়ে মিটিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তাছাড়া আগের মরশুমে ক্লাবে যে ফুটবলাররা খেলেছেন, তাদের কারও বেতন বকেয়া নেই বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে মহামেডান।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বেতন বকেয়া থাকার অভিযোগ করেন মহমেডানের ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ের এবং ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা। ফ্লোরেন্টের অভিযোগ, তার দুই মাসের বেতন আপাতত বকেয়া রয়েছে। এজেন্টের সঙ্গে কথা বলে তিনি ফিফায় অভিযোগ জানানোর কথাও ভাবছেন।

ফ্রাঙ্কা দাবি করছেন, তাঁর তিন মাসের বেতন এখনও বকেয়া আছে। দলবদল শুরু হলে তিনি মহমেডান ছাড়তে চান বলেও জানান ফ্রাঙ্কা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে