Antonio López Habas: মোহনবাগান অতীত, ইন্টার কাশীর দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হাবাসের

Published : Jul 25, 2024, 02:49 PM ISTUpdated : Jul 25, 2024, 03:32 PM IST
Antonio Lopez Habas's only goal is to make ATK Mohun Bagan champions in the ISL 2021-22 season spb

সংক্ষিপ্ত

গত এক দশকে ভারতীয় ফুটবলে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। এই স্প্যানিশ কোচ এতদিন আইএসএল-এ কোচিং করিয়েছেন। এবার তাঁকে আই লিগে কোচিং করাতে দেখা যাবে।

মোহনবাগান সুপার জায়ান্ট থেকে সরে গেলেও, ভারতীয় ফুটবলের সঙ্গেই জড়িয়ে আছেন স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। আই লিগের দল ইন্টার কাশীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হাবাস। ২০১৪ সালে আইএসএল-এর প্রথম মরসুম থেকেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হাবাস। তাঁর কোচিংয়ে প্রথম মরসুমেই আইএসএল চ্যাম্পিয়ন হয় অ্যাটলেটিকো ডে কলকাতা। পরবর্তীকালে এটিকে এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হিসেবেও সাফল্য পেয়েছেন হাবাস। তাঁর কোচিংয়ে গত মরসুমে আইএসএল-এ শিল্ড জেতে সবুজ-মেরুন। ফাইনালে অবশ্য মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন মরসুমে হাবাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় সবুজ-মেরুন। এবার নতুন দলে যোগ দিলেন হাবাস।

সাফল্যের লক্ষ্যে ইন্টার কাশী

ভারতীয় ফুটবলে এখনও পর্যন্ত বড় দল হয়ে উঠতে পারেনি ইন্টার কাশী। খুব একটা সাফল্য পায়নি এই ক্লাব। এই কারণে এবার হাবাসের মতো বড়মাপের কোচকে নিয়োগ করা হল। ভারতীয় ফুটবলের সঙ্গে ভালোভাবে পরিচিত হাবাস। আইএসএল-এ সফলতম কোচ এই স্প্যানিশ। এই কারণে তাঁকে দায়িত্ব দিয়ে এবার সাফল্য পাওয়ার লক্ষ্যে ইন্টার কাশী।

 

 

নতুন চ্যালেঞ্জ হাবাসের

বলিভিয়ার জাতীয় দলের প্রাক্তন প্রধান কোচ হাবাস। স্পোর্টিং গিজন, ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগোর মতো নামী ক্লাবের দায়িত্ব সামলেছেন হাবাস। লাতিন আমেরিকা, স্পেন, দক্ষিণ আফ্রিকা, ভারতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে হাবাসের। তিনি সবসময় দলকে আক্রমণাত্মক ফুটবল খেলান। এই কারণে আইএসএল-এ দুর্দান্ত সাফল্য পেয়েছেন হাবাস। এবার আই লিগে ইন্টার কাশীকে সাফল্য এনে দেওয়াই তাঁর লক্ষ্য। ইন্টার কাশী ম্যানেজমেন্টের আশা, দলকে আই লিগ চ্যাম্পিয়ন করতে পারবেন হাবাস। তার আগে ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ইন্টার কাশী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: প্রস্তুতি ম্যাচে হার, হিজাজি-নন্দকুমারের চোট, ডুরান্ড কাপের আগে সমস্যায় ইস্টবেঙ্গল

East Bengal: রোনাল্ডিনহোকে মনে করালেন মুশারফ, রেলের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?