Indian Football: আর্থিক নয়ছয়ের অভিযোগ, কল্যাণ চৌবের পদত্যাগ দাবি বাইচুং ভুটিয়ার

২০৪৭ সালের মধ্যে ভারতীয় ফুটবলকে বিশ্ব মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যের কথা জানানো হয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলের প্রশাসনে সবকিছু ঠিকঠাক চলছে না। নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে।

Soumya Gangully | Published : Jan 30, 2024 2:10 PM IST / Updated: Jan 30 2024, 10:56 PM IST

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে অচলাবস্থার জন্য সভাপতি কল্যাণ চৌবেকেই দায়ী করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি প্রাক্তন সতীর্থ কল্যাণের পদত্যাগ দাবি করেছেন। কল্যাণের বিরুদ্ধে এআইএফএফ-এর তহবিল অপব্যবহারের অভিযোগও উঠেছে। তিনি ব্যক্তিগত খাতে এআইএফএফ-এর অর্থ কাজে লাগিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আসরে নামলেন বাইচুং। এআইএফএফ-এর সচিব শাজি প্রভাকরণকে বহিষ্কার করা হয়েছে। তবে বাইচুংয়ের দাবি, শুধু প্রভাকরণকে বহিষ্কার করলেই এআইএফএফ-এর সমস্যা মিটবে না। সভাপতিকেও সরতে হবে। কারণ, ভারতীয় ফুটবলের প্রশাসনে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য প্রভাকরণের মতোই কল্যাণও সমান দায়ী।

ভারতীয় ফুটবলের বর্তমান প্রশাসন নিয়ে উদ্বিগ্ন বাইচুং 

বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ৭ নভেম্বর প্রভাকরণকে বহিষ্কার করা হয়। মঙ্গলবারএ বিষয়েই আলোচনার জন্য এআইএফএফ এগজিকিউটিভ কমিটির বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রভাকরণ। তাঁকে সরকারিভাবে বহিষ্কারের কথা জানানো হয়। এই বৈঠকের পর বাইচুং বলেছেন, ‘আমি এগজিকিউটিভ কমিটির সদস্যদের বলেছি, কল্যাণ চৌবে ও কোষাধ্যক্ষ কিপা অজয়েরও পদত্যাগ করা উচিত। শাজি প্রভাকরণকে একমাত্র বলির পাঁঠা করা চলবে না। এই ৩ জনই (প্রভাকরণ, কল্যাণ, অজয়) এগজিকিউটিভ কমিটির অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেওয়ার জন্য সমানভাবে দায়ী। তাঁরা ৩ জনই বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন। শাজিকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে সভাপতি ও কোষাধ্যক্ষকেও সরিয়ে দেওয়া উচিত।’

ভারতীয় দলের খারাপ ফল নিয়ে হতাশ বাইচুং

ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে বাইচুং বলেছেন, ‘ভারতীয় ফুটবলে এখন অচলাবস্থা চলছে। খেলায় রাজনীতি হচ্ছে। দায়িত্ব নেওয়ার এক বছর পরেই একে অপরকে ছেঁটে ফেলা হচ্ছে। এটা একেবারেই ভালো নয়। হাংঝাউ এশিয়ান গেমস ও এশিয়ান কাপের প্রস্তুতির জন্য উপযুক্ত সময় পাওয়া যায়নি। জাতীয় দল সমস্যায় পড়ে গিয়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: 'ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকাল হৃদয়ে থাকবেন,' বার্তা বোরহা হেরেরার

East Bengal: ইস্টবেঙ্গলের পুরনো গৌরব ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন বিনিয়োগকারীরা

East Bengal: বিমানবন্দরের রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপ জিতে কলকাতায় ইস্টবেঙ্গল

Share this article
click me!