East Bengal: 'ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকাল হৃদয়ে থাকবেন,' বার্তা বোরহা হেরেরার

Published : Jan 30, 2024, 05:28 PM ISTUpdated : Jan 30, 2024, 07:38 PM IST
East Bengal Fans

সংক্ষিপ্ত

কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল দলে একাধিক পরিবর্তন হতে চলেছে। ট্রান্সফার উইন্ডোর শেষ দিন চমকের অপেক্ষায় লাল-হলুদ সদস্য-সমর্থকরা।

কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই ইস্টবেঙ্গল ছাড়লেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা। তিনি লোনে এফসি গোয়ায় যোগ দিলেন। ফলে শনিবার আইএসএল-এর কলকাতা ডার্বিতে এই মিডফিল্ডারকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। তাঁর পরিবর্তে অন্য বিদেশি ফুটবলারকে নেওয়া হচ্ছে। ইস্টবেঙ্গল দলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মরসুমের শেষপর্যন্ত গোয়ায় থাকছেন বোরহা। তাঁক শুভেচ্ছা জানানো হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরাও বোরহাকে শুভেচ্ছা জানিয়েছেন। গত কয়েক মাসে ভালো পারফরম্যান্স দেখিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন বোরহা। সেই কারণে তিনি দল ছাড়ায় অনেক ইস্টবেঙ্গল সমর্থকই হতাশ। তাঁরা ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খুব একটা খুশি নন।

ইস্টবেঙ্গল ছাড়ার সময় আবেগপ্রবণ বোরহা

ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়ায় যোগ দেওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে বোরহা লিখেছেন, 'নমস্কার লাল-হলুদ, গত কয়েক মাসের অবিশ্বাস্য সময়ের জন্য এই পরিবারের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে একইসঙ্গে আমরা সাফল্যও পেয়েছি। আমরা অসাধারণ শখের বিষয়ে আশা ফেরাতে পেরেছি। আমি মাথা উঁচু করেই দল ছাড়ছি। মাঠে সর্বস্ব দিয়েছি। ২ বার ফাইনালে পৌঁছতে পেরেছি আমরা। দীর্ঘদিন পর ২ বার ডার্বিও জিতেছি। ১২ বছর পর আমরা খেতাবও জিতেছি। এটাই ফুটবল। কেউ দল ছেড়ে যায়, কেউ আসে।'

 

 

ইস্টবেঙ্গল সমর্থকদের ধন্যবাদ জানালেন বোরহা

সোশ্যাল মিডিয়া পোস্টে ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে বোরহা লিখেছেন, ‘আমি আবার আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি আপনারা লক্ষ্যপূরণের পথে এগিয়ে যেতে পারবেন। এই ছেলেদের সমর্থন করে যান। ওরা আপনাদের অনেক আনন্দ দেবে। এই রঙের জন্য ওরা সবকিছু ছেড়ে দিতে পারে। আমার সঙ্গে অন্য যে বিদেশিরা ছিল, তাদের কথা ভুলব না। ওরা সবসময় নিজেদের সেরাটা দিয়েছে এবং কখনও লড়াই ছাড়েনি। আমি নিশ্চিত, আবার লাল-হলুদের সঙ্গে দেখা হবে। আপনারা সবসময় আমার হৃদয়ে থাকবেন। ধন্যবাদ আমাগো ফ্যাানস। ধন্যবাদ ইস্টবেঙ্গল।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ইস্টবেঙ্গলের পুরনো গৌরব ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন বিনিয়োগকারীরা

East Bengal: বিমানবন্দরের রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপ জিতে কলকাতায় ইস্টবেঙ্গল

East Bengal: স্বপ্নপূরণের সারথী, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে কার্লেস কুয়াদ্রাত

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?