East Bengal: ইস্টবেঙ্গলের পুরনো গৌরব ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন বিনিয়োগকারীরা

নতুন ইনভেস্টর আসার পর চলতি মরসুমে ডুরান্ড কাপ ও কলিঙ্গ সুপার কাপ ফাইনাল খেলেছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ ফাইনালে হেরে গেলেও, কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ ব্রিগেড।

Soumya Gangully | Published : Jan 29, 2024 11:32 AM IST / Updated: Jan 29 2024, 06:08 PM IST

চলতি মরসুমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। ১২ বছর পর সর্বভারতীয় ট্রফিও এসেছে। ফলে ক্লাবের কর্মকর্তা, সদস্য-সমর্থকদের পাশাপাশি বিনিয়োগকারীরাও খুশি। দল কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ইমামি গ্রুপের ডিরেক্টর আদিত্য বর্ধন আগরওয়াল ও মণীশ গোয়েঙ্কা এক বিবৃতিতে বলেছেন, ‘কলিঙ্গ সুপার কাপ ফাইনালে আমাদের দল ইমামি ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে আমরা সবাই খুব খুশি। গতকাল আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের শহর কলকাতার জন্য এটা অত্যন্ত গর্বের। যারা ফুটবল ভালোবাসে এবং এই ঐতিহ্যশালী ফুটবল ক্লাবকে ভালোবাসে, তাদের জন্য এটা অবশ্যই খুব বড় মুহর্ত। এই ট্রফি সব সমর্থকের জন্য। তাঁরা কখনও দলের উপর বিশ্বাস হারাননি। এই সাফল্যের সব কৃতিত্ব আমাদের খেলোয়াড়, কোচ ও ব্যাকরুম স্টাফদের। তাঁরা সারা টুর্নামেন্টে জয়ের মানসিকতা দেখিয়েছেন।’

কোচের পাশে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা

লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থার প্রধানরা আরও বলেছেন, ‘আমাদের কোচ কার্লেস কুয়াদ্রাত ও সবার আড়ালে থাকা দলের পরিকল্পনাকে আমরা সমর্থন করছি। ভবিষ্যতেও আমরা কোচের পরিকল্পনাকে সমর্থন করে যাব। ইস্টবেঙ্গল যাতে অতীত গৌরব ফিরে পায়, সেটা নিশ্চিত করাই ইমামি গ্রুপের লক্ষ্য। লক্ষ লক্ষ সমর্থকের যে আনন্দ প্রাপ্য, সেটা আমরা দিতে চাই। এই ফুটবল ক্লাবের জন্য ইমামির দীর্ঘ পরিকল্পনা রয়েছে। বিশ্বাস রাখতে হবে এবং পরিকল্পনা সফল করার জন্য বিনিয়োগ করতে হবে। ভবিষ্যতে যাতে উন্নতি হয় তার জন্য সম্ভাবনা তৈরি করতে হবে। স্বল্পমেয়াদী ফলের কথা ভাবলে চলবে না।’

ফুটবলের উন্নতির পরিকল্পনা ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীদের

লাল-হলুদের বিনিয়োগকারীরা জানিয়েছেন, 'ফুটবলের উন্নতির জন্য আমরা গ্রাসরুট লেভেলে বিনিয়োগ করছি। যুব ফুটবলারদের উন্নতির উপর আমরা জোর দিচ্ছি। আমাদের বিশ্বাস, এর ফল পাওয়া যাচ্ছে এবং দলের গৌরব বাড়ছে। ডুরান্ড কাপ ফাইনাল ও সুপার কাপ জয় প্রমাণ করে দিচ্ছে, আমরা ঠিক পথেই এগোচ্ছি। সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাব।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: বিমানবন্দরের রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপ জিতে কলকাতায় ইস্টবেঙ্গল

East Bengal: পূর্ণ আধিপত্য বজায় রেখে কলিঙ্গ বিজয়, ফের এএফসি কাপে ইস্টবেঙ্গল

East Bengal: স্বপ্নপূরণের সারথী, ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে কার্লেস কুয়াদ্রাত

Read more Articles on
Share this article
click me!