
Kylian Mbappe Moral Harassment: হেনস্থার অভিযোগে নিজের দেশের ক্লাবের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ কিলিয়ান এমবাপের (Kylian Mbappe)। ফ্রান্সের জাতীয় দল (France National Football Team) ও রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা স্ট্রাইকার পুরনো ক্লাব প্যারিস সাঁ জা-র (Paris Saint-Germain) বিরুদ্ধে 'নৈতিক হেনস্থা' করার অভিযোগ এনেছেন। প্যারিসে আনু্ষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন এমবাপে। তাঁকে বেতন হিসেবে ৫৫ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল পিএসজি-র। কিন্তু সেই অর্থ দেওয়া হয়নি। ২০২৩-২৪ মরসুমের আগে পিএসজি ম্যানেজমেন্ট নতুন করে চুক্তি করার জন্য এমবাপের উপর চাপ তৈরি করছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে যোগ দেবেন মনস্থির করে ফেলায় পিএসজি-র সঙ্গে আর চুক্তি করেননি এমবাপে। তিনি নতুন করে চুক্তি করলে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ট্রান্সফার ফি পেতে পারত পিএসজি। কিন্তু ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। তিনি নতুন চুক্তি না করায় দল ছাড়ার আগেই পিএসজি-তে কোণঠাসা হয়ে পড়েন। পুরনো ক্লাবে থাকার সময় শেষ মরসুমে তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে ক্ষুব্ধ এমবাপে। সব কথা উল্লেখ করেই আইনি পদক্ষেপ নিয়েছেন এমবাপে।
প্যারিসের প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এমবাপে অভিযোগ করেছেন, তিনি পিএসজি-তে থাকার সময় অন্যায় আচরণের শিকার হয়েছেন। তাঁকে দলে কার্যত একঘরে করে রাখা হয়েছিল। কারণ, তিনি নতুন করে চুক্তি করতে রাজি হননি। পিএসজি ম্যানেজমেন্ট যখন বুঝতে পেরেছিল, তাঁর দল ছাড়া নিশ্চিত, তারপরেই প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়। অনুশীলনেও কোণঠাসা করে দেওয়া হয়েছিল।
পিএসজি-র হয়ে শেষ ম্যাচ খেলার সময় সমর্থকদের ব্যঙ্গ সহ্য করতে হয় এমবাপেকে। পিএসজি সমর্থকদের অভিযোগ, এই তারকা স্ট্রাইকারের জন্যই সাফল্য পায়নি দল। এমবাপে দল ছাড়তেই পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জেতায় সমর্থকদের অভিযোগের সত্যতা আছে বলে মনে করছেন অনেকে। এমবাপে আইনি পদক্ষেপ নেওয়ায় পুরনো ক্লাবের সঙ্গে তাঁর টানাপোড়েন আরও জটিল হয়ে গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।