Paul Pogba: ডোপিংয়ের দায়ে সাসপেন্ড পল পোগবা পাশে পেলেন জাতীয় দলের সতীর্থদের

ফ্রান্সের বর্তমান জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার পল পোগবা। ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম তারকা এই মিডফিল্ডার। কিন্তু তিনি এখন বিপাকে পড়ে গিয়েছেন।

ক্রীড়াবিদদের স্ট্যামিনা বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হরমোন টেস্টোস্টেরন গ্রহণ করার অভিযোগে নির্বাসিত হয়েছেন ফ্রান্স ও জুভেন্টাসের মিডফিল্ডার পল পোগবা। তাঁর প্রথম নমুনার ফল ইতিবাচক এসেছে। চলতি সপ্তাহেই দ্বিতীয় নমুনার ফল প্রকাশিত হবে। সেই নমুনাতেও যদি নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়, তাহলে ৪ বছরের জন্য নির্বাসিত হতে পারেন এই ফুটবলার। তাঁর বয়স এখন ৩০ বছর। ফলে ৪ বছরের জন্য নির্বাসিত হলে পেশাদার ফুটবল কেরিয়ারই শেষ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে পোগবার এজেন্ট  রাফায়েল পিমেন্টা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা পল পোগবার নমুনা পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার অপেক্ষায়। তার আগে পর্যন্ত আমরা কিছু বলতে পারব না। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, পল পোগবা কোনওদিন ইচ্ছাকৃতভাবে নিয়ম লঙ্ঘন করেনি।’

২০১৮ সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান পোগবা। তিনি দেশকে দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। এখনও ফ্রান্সের জাতীয় দলের অন্যতম ভরসা এই মিডফিল্ডার। সেই কারণেই তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশঁ ও সতীর্থ কিংসলে কোম্যান। ২০১২ থেকে পোগবাকে দেখছেন দেশঁ। তাঁর মতে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই প্রাক্তন মিডফিল্ডার ডোপিংয়ের সঙ্গে যুক্ত, এ কথা বিশ্বাস করা কঠিন। ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচ বলেছেন, 'আমি ভাবতেই পারছি না পল পোগবা ডোপিং করার দায়ে ধরা পড়েছে। আমি ওকে চিনি, ওর বিষয়ে সবকিছুই জানি। ওর সঙ্গে করোনাভাইরাস অতিমারী ও টিকা নিয়ে আমার কথা হয়েছিল। সেটা আমার মনে আছে। ওর নমুনায় নিষিদ্ধ বস্তু পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু দ্বিতীয় নমুনার ফল প্রকাশিত না হওয়া পর্যন্ত কিছু বলা ঠিক হবে না। আমার মনে হয় ও ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেনি। ও এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সবসময় ওর পাশে আছি।'

Latest Videos

সতীর্থ পোগবার পাশে দাঁড়িয়ে ফ্রান্সের জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের তারকা কোম্যান বলেছেন, ‘আমরা সবাই পলের পাশে আছি। ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ও আমার পরিবারেরই একজন। ওর ডোপ টেস্টে ধরা পড়ার বিষয়ে আমরা ঠিকমতো জানি না। আমাদের খোঁজ নিতে হবে। কিন্তু আমরা একটা কথা জানি যে পল ইচ্ছাকৃতভাবে ডোপিং করতে পারে না। ও নিশ্চয়ই না জেনে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছে। আমরা এই পরিস্থিতিতে ওর পাশে আছি।’

আরও পড়ুন-

Argentina Vs Bolivia: ১০ নম্বর জার্সি পরলেন অন্য একজন, মেসির বিকল্প পেয়ে গেল আর্জেন্টিনা?

Igor Štimac: 'ভারতীয় ফুটবলের উন্নতির জন্য লড়াই করছি,' জ্যোতিষী-বিতর্কে জবাব স্টিম্যাচের

Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia