East Bengal: অনুশীলনে মাদি তালাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, ডুরান্ড কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

নতুন মরসুমে এখনও কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি ইস্টবেঙ্গলের সিনিয়র দল। তবে অনুশীলন শুরু করে দিয়েছেন হিজাজি মাহের, সল ক্রেসপোরা। তাঁরা প্রাক-মরসুম অনুশীলনের মাধ্যমে তৈরি হচ্ছেন।

সোমবার শেষ রাতে কলকাতায় পৌঁছন। এবার ইস্টবেঙ্গলের মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন ফরাসি মিডফিল্ডার মাদি তালাল। এই মিডফিল্ডার গত মরসুমে পাঞ্জাব এফসি-তে ছিলেন। আইএসএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখান তালাল। আইএসএল-এ সবচেয়ে বেশি গোলের পাস বাড়ান এই মিডফিল্ডার। আইএসএল-এ খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাঞ্জাব এফসি। তবে নজর কেড়ে নেন তালাল। এবার লাল-হলুদ জার্সিতেও তিনি ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশায় সদস্য-সমর্থকরা। তালালকে স্বাগত জানাতে গভীর রাতেই বিমানবন্দরে পৌঁছে যান প্রায় ১০০ জন সমর্থক। তাঁরা কলকাতার ফুটবলপ্রেমীদের আবেগ-উন্মাদনার কথা বুঝিয়ে দেন। সাদর অভ্যর্থনা পেয়ে খুশি তালাল। এবার তিনি অনুশীলনের মাধ্যমে কলকাতার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন।

ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলবেন তালাল

Latest Videos

গত মরসুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে ইস্টবেঙ্গল। ১৪ অগাস্ট ঘরের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এই ম্যাচের আগেই অবশ্য ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে। ফলে ডুরান্ড কাপেই লাল-হলুদ জার্সি পরে প্রথম ম্যাচ খেলবেন তালাল। তিনি এবার সল ক্রেসপো, ক্লেইটন সিলভা, দিমিত্রিওস দিমায়ান্তাকস, হিজাজি মাহেরের মতো বিদেশি ফুটবলারদের পাশে পাচ্ছেন। ফলে ইস্টবেঙ্গল ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশা তৈরি হয়েছে।

আইএসএল-এ সাফল্যের লক্ষ্যে ইস্টবেঙ্গল

এখনও পর্যন্ত আইএসএল-এ কোনওবারই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেন ইস্টবেঙ্গল। এবার আইএসএল-এ দল ভালো পারফরম্যান্স দেখাবে বলে আশায় লাল-হলুদ সদস্য-সমর্থকরা। দলকে সেভাবেই তৈরি করছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রাক-মরসুম প্রস্তুতিতে এখন ফুটবলারদের ফিটনেসের উপর জোর দেওয়া হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির

Kolkata Derby: 'লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল,' মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে উড়ে গেল মোহনবাগান

Durand Cup 2024: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর