অপেক্ষায় ছিলেন ত্রাণের, ইজরায়েলের হানায় প্রাণ হারালেন 'প্যালেস্টাইনের পেলে'

Published : Aug 07, 2025, 11:02 PM ISTUpdated : Aug 07, 2025, 11:08 PM IST
'Famine, Starvation': The Challenges In Defining Gaza's Plight

সংক্ষিপ্ত

Pelé of Palestine: ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ (Israel-Palestine War) থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। সংঘর্ষ-বিরতির (Ceasefire) কথা বলা হলেও, গাজায় (Gaza) এখনও নিরীহ মানুষের উপর গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ।

DID YOU KNOW ?
নিহত প্যালেস্টাইনের পেলে
দক্ষিণ গাজায় প্রাণ হারালেন প্যালেস্টাইনের পেলে হিসেবে বিখ্যাত সুলেইমান আহমেদ জাইদ ওবেইদ।

Suleiman Obeid Killed: যুদ্ধবিধ্বস্ত গাজায় (Gaza) এবার বিমান হানায় নিহত হলেন 'প্যালেস্টাইনের পেলে' (Pelé of Palestine) হিসেবে পরিচিত প্রাক্তন ফুটবলার সুলেইমান আহমেদ জাইদ ওবেইদ (Suleiman Ahmed Zaid Obeid)। বুধবার দক্ষিণ গাজায় এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করছিলেন এই ফুটবলার। তিনি ইজরায়েলের সেনাবাহিনীর (Israeli forces) বিমান হানায় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছে প্যালেস্টাইনের ফুটবল সংস্থা (Palestinian Football Association)। এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং খাদামত আল-শাতিয়া (Khadamat Al-Shatea) দলের তারকা সুলেইমান আল-ওবেইদ শহিদ হয়েছে। দখলকারী বাহিনী বুধবার দক্ষিণ গাজা স্ট্রিপে মানবিক ত্রাণের জন্য অপেক্ষারত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালায়। তাতেই এই ফুটবলার প্রাণ হারান।’ এই ফুটবলারের বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। তাঁর অকালমৃত্যুতে শুধু গাজা বা প্যালেস্টাইনেই নয়, ফুটবল দুনিয়ায় শোকের আবহ।

ইস্টবেঙ্গল শিবিরেও সুলেইমানের জন্য শোক

কিছুদিন আগেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ বাসিম রশিদ (Mohammed Bassim Ahmed Rashid)। বুধবারই ডুরান্ড কাপে (Durand Cup 2025) নামধারী স্পোর্টস অ্যাকাডেমির (Namdhari Sports Academy) খেলেন রশিদ। সেদিনই তাঁর দেশের কিংবদন্তি ফুটবলার প্রাণ হারান। জাতীয় দলে বা ক্লাব দলে কখনও সুলেইমানের হয়ে খেলেননি রশিদ। ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচ খেলে ২ গোল করেন সুলেইমান। ২০১৮ সাল থেকে প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে খেলছেন রশিদ। এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবলে ৪৮ ম্যাচ খেলে ২ গোল করেছেন। তিনি সুলেইমানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। নিজের দেশের এই ফুটবলারের মৃত্যুতে শোকাহত রশিদ। তাঁর সতীর্থরাও একজন ফুটবলারের এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না।

ইজরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ

সুলেইমানের মৃত্যুর খবর পাওয়ার পরেই বহু মানুষ ইজরায়েলের সেনাবাহিনীর আচরণের নিন্দা করছেন। গাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে ফুটবলারের মৃত্যু ইজরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে জোড়া গোল সুলেইমান ওবেইদের
ইজরায়েলের সেনাবাহিনীর বিমান হানায় প্যালেস্টাইনের পেলে হিসেবে খ্যাত সুলেইমান আহমেদ জাইদ ওবেইদ নিহত হলেন।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?