খেলার মাঠে অসুস্থ হয়ে মৃত্যুর সাক্ষী থেকেছে ফুটবল মাঠ। অতীতে একাধিক ফুটবলার এভাবে প্রাণ হারিয়েছেন। কিন্তু কোনও কোচ অনুশীলনের সময় অসুস্থ হয়ে মারা গিয়েছেন, এই ঘটনা নজিরবিহীন।
অনুশীলন চলাকালীন বলে শট নেওয়ার পরেই মাঠে লুটিয়ে পড়েন। সল্টলেক সেন্ট্রাল পার্কের মাঠে সতীর্থরা ছুটে যান। শ্বাসপ্রশ্বাস যাতে চালু থাকে, সেই চেষ্টা করা হয়। কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও, কোনও লাভ হয়নি। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের গোলকিপার কোচ প্রশান্ত দে-কে বাঁচানো সম্ভব হল না। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। বিয়ে করেননি এই গোলকিপার কোচ। গড়িয়ায় তাঁর বাড়ি। বয়স্ক বাবা-মা বর্তমান। ছেলেকে হারিয়ে তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। প্রশান্তর এভাবে মৃত্যু হওয়ায় শোকস্তব্ধ ময়দান। আইএফএ সচিব অনির্বাণ দত্ত শোকপ্রকাশ করেছেন। ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের সতীর্থ কোচ, ফুটবলার-সহ দলের সঙ্গে যুক্ত প্রত্যেকে এই ঘটনায় শোকাহত।
সাফল্য পাওয়ার পরেই মৃত্যু প্রশান্তর
প্রশান্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার অভ্র মণ্ডল। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, গোলকিপার কোচ হিসেবে বড় জায়গায় পৌঁছনোর ইচ্ছা ছিল প্রশান্তর। তাঁরা একসঙ্গে সি, জি কে ১, জি কে ২ লাইসেন্স নেন। শুক্রবার প্রশান্তর দল কলকাতা লিগে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে। সেদিন প্রশান্তকে ফোন করে অভিনন্দন জানান অভ্র। সেই তাঁদের শেষ কথা হয়। দলকে সাফল্য এনে দেওয়ার পরেই প্রয়াত হলেন প্রশান্ত। তাঁর আর প্রিমিয়ার লিগে দলকে প্রশিক্ষণ দেওয়া হল না। হৃদরোগে আক্রান্ত হয়ে ময়দানকে বিদায় জানালেন তিনি।
খেলার মাঠে একাধিক মৃত্যু
খেলার মাঠে আহত হয়ে মৃত্যু হয় ফুটবলার সঞ্জীব দত্তর। ২০০৪ সালের ৫ ডিসেম্বর ফেডারেশন কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে দ্বিতীয় গোল করার পর গোলকিপার সুব্রত পালের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন ডেম্পো স্পোর্টস ক্লাবের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো জুনিয়র। ফের মৃত্যুর সাক্ষী থাকল ময়দান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিতর্কিত কলকাতা ডার্বিতে ওডাফাকে লাল কার্ড দেখিয়েছিলেন, হরিশ কুণ্ডু সম্পর্কে কী বলছেন বিষ্ণু চৌহান?
ল্যামিন ইয়ামালের প্রতি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, তদন্ত শুরু রিয়াল মাদ্রিদের
শহর ছেড়েছিলেন কলকাতা ডার্বির আগেই, এল ক্লাসিকোতে মেতে কার্লেস কুয়াদ্রাত