আন্তর্জাতিক ফুটবলে মোট গোলের নিরিখে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পিছনে ফেলে দিয়েছেন। পর্তুগালের হয়ে আরও গোল করাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য।
২০২৬ সালের বিশ্বকাপ খেলার পরেই কি অবসর নেবেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? উয়েফা নেশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে পর্তুগালকে জেতানোর পর এই তারকা বলেছেন, ‘আমি শুধু খেলা উপভোগ করে যেতে চাই। আমাকে যদি অবসর নিয়ে পরিকল্পনা করতে হয়, তাহলে এক বা দুই বছর পর সেই পরিকল্পনা করব। কবে অবসরের পরিকল্পনা করব জানি না। আমি কিছুদিন পরেই ৪০ বছর পূর্ণ করতে চলেছি। আমি খেলা উপভোগ করতে চাই। আমি যতক্ষণ খেলার ব্যাপারে অনুপ্রাণিত হব, ততক্ষণই খেলে যাব। যেদিন মনে হবে আর অনুপ্রেরণা পাচ্ছি না, সেদিনই আমি অবসর নেব।’
আড়াই মাস পরেই ৪০ পূর্ণ করছেন রোনাল্ডো
২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ করছেন রোনাল্ডো। তবে তাঁর ফিটনেস, পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন নেই। এখনও ফিটনেসে যে কোনও তরুণকে টেক্কা দিতে পারেন এই তারকা। তিনি পোল্যান্ডের বিরুদ্ধে বাইসাইকেল কিকে গোল করেছেন। এই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পর্তুগালকে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে তুলে নিয়ে গিয়েছেন রোনাল্ডো। এই টুর্নামেন্টে জাতীয় দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর লক্ষ্য।
ছেলের সঙ্গে খেলবেন রোনাল্ডো?
জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৯০০ গোল হয়ে গিয়েছে রোনাল্ডোর। তাঁর অনুরাগীদের আশা, ১,০০০ গোল করার আগে অবসর নেবেন না এই তারকা। তিনি এখন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-র হয়ে খেলছেন। তাঁর ছেলে সৌদি আরবের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। ছেলে পেশাদার ফুটবলার হলে তাঁর সঙ্গে একই দলে খেলতে পারেন রোনাল্ডো। তিনি ২০২২ সালে বলেছিলেন, ‘আমার ছেলে আমাকে বলেছে, বাবা, আরও কয়েক বছর খেলা চালিয়ে যাও। আমি তোমার সঙ্গে খেলতে চাই।’ সেই নজির গড়েই হয়তো অবসর নেবেন রোনাল্ডো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাইসাইকেল কিকে দুরন্ত গোল, পোল্যান্ডের বিরুদ্ধে পুরনো ঝলক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
ফের চোট পাওয়া নেইমারের পরিবর্ত হিসেবে আল-নাসর ছেড়ে আল-হিলালে যাচ্ছেন রোনাল্ডো?
Cristiano Ronaldo: অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? কী জানালেন পর্তুগালের কোচ?