19
বান্ধবী জর্জিনা রডরিগেজ ও সন্তানদের নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াধে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সৌদি আরবের রাজধানী রিয়াধের কিংডম টাওয়ারে ফোর সিজনস হোটেলে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Subscribe to get breaking news alertsSubscribe 29
বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে এবার সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
39
ব্রাজিলের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, রিয়াধে যেখানে থাকছেন রোনাল্ডো, সেই আবাসনের ভাড়া প্রতি মাসে ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকা
সৌদি আরবের রাজধানী রিয়াধে এখন রোনাল্ডো যে আবাসনে থাকছেন, সেটার ভাড়া ভারতীয় মুদ্রায় প্রতি মাসে আড়াই কোটি টাকা। এরপর তিনি অন্য একটি আবাসনে উঠে যাবেন।
49
বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম রোনাল্ডো, তাঁর পারফরম্যান্স যেমন ঝকঝকে, বাসস্থানও ঠিক তেমন
রিয়াধে রোনাল্ডোর প্রথম বাসস্থান এটাই। অন্দরসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতোই।
59
এটাই রিয়াধে রোনাল্ডোর কিংডম স্যুইট, তাঁর ফুটবল কেরিয়ারের মতোই অসাধারণ নতুন বাসস্থান
রোনাল্ডোর নতুন বাসস্থানে কিংডম স্যুইটের পাশাপাশি রয়েছে আধুনিক সাজে সজ্জিত বিশাল ড্রেসিংরুম, ডাইনিং রুম, রান্নাঘর।
69
এটাই রিয়াধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন আবাসনের রান্নাঘর, সবরকম আধুনিক ব্যবস্থা রয়েছে এখানে
ফুটবল মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য ঠিকমতো খাওয়া-দাওয়া করা জরুরি। রোনাল্ডোর রান্নাঘরে সবরকম রান্নার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে।
79
সৌদি আরবের ক্লাব ফুটবলের নতুন সুলতান রোনাল্ডো, তাঁর বাসস্থানের প্রতিটি অংশই সুন্দর
সৌদি আরবের ক্লাব ফুটবলের উচ্চতা এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছেন রোনাল্ডো। তাঁকে দেখে উজ্জীবিত হতে পারে সৌদি আরবের তরুণ ফুটবলাররা।
89
রোনাল্ডোর নতুন বাসস্থানে লিভিং রুম, প্রাইভেট অফিস, ডাইনিং রুম, মিডিয়া রুম আছে
রিয়াধে রোনাল্ডোর নতুন বাসভবনে কিং সাইজ বেড, ফুল মার্বেল বাথরুম, ছোটমাপের আরও একটি বাথরুম রয়েছে।
99
আল-নাসরের হয়ে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন রোনাল্ডো
২২ জানুয়ারি আল-নাসরের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন রোনাল্ডো। তিনি এখন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।