সমর্থকরা জানালেন অভিবাদন, তাঁর গায়ে লাল হলুদ জার্সি! ইস্টবেঙ্গল মাঠ যেন জিকসনময়

যেন জিকসনময় গোটা ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার, ইস্টবেঙ্গল মাঠে যেন তাঁকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস।

যেন জিকসনময় গোটা ইস্টবেঙ্গল (East Bengal)। শুক্রবার, ইস্টবেঙ্গল মাঠে যেন তাঁকে ঘিরেই যাবতীয় উচ্ছ্বাস।

এদিন দুপুর ৩টেয় ইস্টবেঙ্গল মাঠে, কলকাতা লিগের (Calcutta Football League 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাব। সেই ম্যাচে ৬-০ গোলে বড় জয় পেয়েছে লাল হলুদ ব্রিগেড। আর এই ম্যাচেই মাঠে উপস্থিত হন সদ্য ইস্টবেঙ্গলে সই করা ভারতের তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার (Defensive-Midfielder) জিকসন সিং (Jeakson Singh Thounaojam) এবং হেডকোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)।

Latest Videos

সাইডলাইনের ধারে বসে তারা দুজন দেখলেন নিজেদের ক্লাবের জয়। এদিন সমর্থকঠাসা গ্যালারি থেকে জিকসনকে ঘিরে ছিল তুমুল উৎসাহ। প্রসঙ্গত, ২৩ বছর বয়সী ভারতীয় এই ফুটবলারটিকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী হয়ে পড়েন লাল হলুদ কর্তারা। সেইমতোই জোরকদমে শুরু হয়ে যায় কথাবার্তা। তারপরেই জিকসনকে কার্যত ইস্টবেঙ্গলে সই করিয়ে ছাড়েন তারা।

গত মরশুমে কেরালা ব্লাস্টার্স-এর (Kerala Blasters) জার্সি গায়ে অসাধারণ ফুটবল উপহার দেন তিনি। এখনও পর্যন্ত আইএসএল-এর (Indian Super League) মঞ্চে মোট ৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন জিকসন (Jeakson Singh Thounaojam)। করেছেন ২টি গোল এবং ২টি অ্যাসিস্ট। সেইসঙ্গে, ২২২৭টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে। অন্যদিকে, ২৬টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৪০৫টি রিকভারি, ১০২টি ইন্টারসেপশন এবং ৬২টি ক্লিয়ারেন্স। তবে শুধু ক্লাব ফুটবল নয়। জাতীয় দলের (National Team) জার্সি গায়েও জাত চিনিয়েছেন তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার জিকসন সিং (Jeakson Singh)।

আরও পড়ুনঃ 

তিনি আর কারও নন, শুধুই লাল হলুদের! ইস্টবেঙ্গল জানিয়ে দিল জিকসন শুধু আমাদেরই

টিম ইন্ডিয়ার (Team India) অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো ফুটবল (Football) খেলার সুবাদে তিনি সুযোগ পান সিনিয়র দলে (Senior Team)। ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হয়ে খেলেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (South Asian Football Federation Championship), ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup), বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী (FIFA World Cup Qualifiers) ম্যাচ এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ।

আর সেই জিকসনই এবার লাল হলুদে। মোট চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করেছেন তিনি। শুক্রবার, জিকসনের হাতে লাল হলুদ জার্সি তুলে দেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত এবং কর্তা দেবব্রত সরকার। এককথায় আপ্লুত এই তরুণ মিডফিল্ডার।

তাঁর কথায়, “এইরকম অভিবাদন পেয়ে আমি ভীষণ খুশি। আমার কাছে স্বপ্ন ছিল, লাল হলুদ ফ্যানদের সামনে খেলব। আমাকে দেখে সমর্থকরা গুজবাম্পস দিয়েছে, যা দেখে আমি সত্যিই আপ্লুত। অনেক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। আমি নিজের সেরাটাই দিতে চাই।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের