Inter Kashi: আই লিগ কাঁপাতে তৈরি হচ্ছে ইন্টার কাশি, আত্মবিশ্বাসী হাবাস-কাউকো

ভারতীয় ফুটবলের (Indian Football) মানচিত্রে অন্যতম সফল একজন বিদেশি কোচ। 

ভারতীয় ফুটবলের (Indian Football) মানচিত্রে অন্যতম সফল একজন বিদেশি কোচ। যদিও তার বেশিরভাগটাই মোহনবাগানের হাত ধরে।

কিন্তু এই স্প্যানিশ কোচ এখন সবুজ মেরুন থেকে অনেক দূরে। তবে গত মরশুমে মোহনবাগানের সাফল্যের অন্যতম একজন কারিগর কিন্তু তিনিই ছিলেন। তবে শুধু তিনি একা নন। তাঁর দলের আরও এক সৈনিক ছিলেন, যিনি আবার মাঝমাঠে কার্যত ফুল ফুটিয়েছিলেন। একজন হলেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) এবং অপরজন মিডফিল্ডার জনি কাউকো (Joni Kauko)।

Latest Videos

ঘটনাচক্রে দুজনই একজন আই লিগের দল ইন্টার কাশিতে। সেই গুরু-শিষ্য এবার নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করার লক্ষ্যেই এগোচ্ছেন তারা। শনিবার, ইন্টার কাশির মিডিয়া ডে উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মোহনবাগান আমাকে নতুন চুক্তির বিষয়ে জানিয়েছিল। কিন্তু আমি একমাস অপেক্ষা করেছি। এরপর আবার জাতীয় দলের কোচ হওয়ারও সম্ভাবনা ছিল। তবে শেষ মুহূর্তে সেটাও হয়নি। তাই এমন সময় ইন্টার কাশি আমার সঙ্গে যোগাযোগ করে। আর ওদের প্রস্তাব আমার পছন্দ হয়। তাই হ্যাঁ বলে দিয়েছি।”

জানা যাচ্ছে, তাঁর পরামর্শ মতোই নারায়ণ দাস এবং সার্থক গোলুইয়ের মতো ফুটবলারদের দলে নেওয়া হয়েছে। হাবাস আরও যোগ করেছেন, “মোহনবাগানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় আমার অনেকটা সময় চলে যায়। ততদিনে ক্লাব নতুন একজন কোচকে সই করিয়ে নেয়। তবে আমার সত্যিই কোনও আক্ষেপ নেই।”

অন্যদিকে, জনি কাউকোও চাইছেন দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে। তাঁর কথায়, “আমি জানি যে, আইএসএল আর আই লিগ কখনোই এক নয়। মোহনবাগান এবং ইন্টার কাশি অনেক আলাদা। এখানে একদমই ভরা স্টেডিয়ামে খেলা হবে না। তাছাড়া ৬০ হাজার দর্শক একসঙ্গে আপনার নাম ধরে স্লোগানও দেবে না। এটা ঠিক, সমর্থকদের ভালোবাসা নিশ্চিতভাবেই মিস করব। তবে এটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'রাজাকারদের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari | BJP
Live: Wakf নিয়ে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ অগ্নিমিত্রার, দেখুন সরাসরি
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh
বড় কিছু হতে চলেছে! চুপ করে থাকবে না ভারত, ইঙ্গিত শুভেন্দুর! দেখুন | Suvendu Adhikari | Bangladesh
'খাবার কেন আরও অনেক কিছু বন্ধ করে দেবো' বিস্ফোরক Suvendu #shorts #shortsvideo #shortsfeed