শহর ছেড়েছিলেন কলকাতা ডার্বির আগেই, এল ক্লাসিকোতে মেতে কার্লেস কুয়াদ্রাত

কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে জয় পেয়েছেন, হেরেও গিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। এখন তিনি নিজের দেশ স্পেনেই আছেন। সেখানে বিশ্বের অন্যতম আলোচিত ডার্বি উপভোগ করলেন কুয়াদ্রাত।

শনিবার রাতে মাদ্রিদের স্যান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগা এল ক্লাসিকো উপভোগ করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বার্সেলোনার প্রাক্তনী। তবে বিপক্ষের ডেরায় এই ম্যাচ দেখতে গিয়েছিলেন। তাঁর প্রিয় দল সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করেছে। ৪-০ জয় পেয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই অসাধারণ জয়ে খুশি কুয়াদ্রাত। তিনি সোশ্যাল মিডিয়ায় এল ক্লাসিকো উপভোগ করার ছবি, ভিডিও শেয়ার করেছেন। বার্সেলোনা আরও সাফল্য পাবে বলে আশাবাদী ইস্টবেঙ্গলের প্রাক্তন প্রধান কোচ। তিনি চলতি লা লিগায় প্রিয় ক্লাবের সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন।

কুয়াদ্রাতের কাছে এখনও অতীত হয়ে যায়নি ইস্টবেঙ্গল

Latest Videos

কুয়াদ্রাত ইস্টবেঙ্গল ছেড়েছেন খুব বেশিদিন হয়নি। লাল-হলুদ জনতার একাংশ এখনও তাঁর পদত্যাগ নিয়ে দুঃখ প্রকাশ করছে। আবার অনেক ইস্টবেঙ্গল সমর্থক চলতি মরসুমে প্রি-সিজন ভালো না হওয়া, দলে ফিটনেসের সমস্যা, ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব, দলে ভারসাম্যের অভাবের জন্য কুয়াদ্রাতকেই দায়ী করে চলেছেন। কুয়াদ্রাতের কাছেও এখনও অতীত হয়ে যায়নি ইস্টবেঙ্গল। তাঁর 'এক্স' হ্যান্ডলের ডিপি-তে এখনও জ্বলজ্বল করছে গত মরসুমে কলিঙ্গ সুপার কাপে চুম্বনের দৃশ্য। 'এক্স' হ্যান্ডলের ব্যানারে আছে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন দলের ছবি। ইস্টবেঙ্গলে হয়তো ভবিষ্যতে ফিরবেন না। তবে এই ক্লাবের প্রতি কুয়াদ্রাতের ভালোবাসা রয়ে গিয়েছে।

 

 

সাফল্যে ফেরার লক্ষ্যে ইস্টবেঙ্গল

কুয়াদ্রাত যেদিন এল ক্লাসিকো উপভোগ করলেন, তার কয়েক ঘণ্টা আগেই ভুটানের রাজধানী থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচে পারো এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচ ২-২ ড্র হয়েছে। কুয়াদ্রাতের সময় থেকেই হারতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। টানা আট ম্যাচ হারের পর শেষপর্যন্ত ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড। পরের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ছবির মতো সুন্দর মাঠে সুযোগ নষ্টের প্রদর্শনী, পারো এফসি-র বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

দলে সমস্যার শেষ নেই, তার মধ্যেই আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে ইতিবাচক ফলের খোঁজে অস্কার

কাঁটার উপর দিয়ে পথ চলা শুরু, এই ইস্টবেঙ্গল দল নিয়ে সাফল্য পাবেন অস্কার ব্রুজোঁ?

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News