ছবির মতো সুন্দর মাঠে সুযোগ নষ্টের প্রদর্শনী, পারো এফসি-র বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

বিশ্বের অন্যতম সুন্দর দেশ ভুটান। সেখানে ফুটবল স্টেডিয়ামও অত্যন্ত সুন্দর। এই স্টেডিয়ামেই শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল-পারো এফসি ম্যাচ হল।

দ্বিতীয়ার্ধের শেষদিক। নন্দকুমার শেখরের মাইনাসে পা ছোঁয়ালেই গোল। কিন্তু গোললাইনের সামনে দাঁড়িয়ে বলে পা ছোঁয়াতে পারলেন না আইএসএল-এ গত মরসুমে সবচেয়ে বেশি গোল করা দিমিত্রিওস দিয়ামান্তাকস। এর কিছুক্ষণ পর তাঁর পা থেকে বল কেড়ে নিয়ে প্রতি-আক্রমণে দ্বিতীয় গোল করল পারো এফসি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ে শট নিয়ে সুযোগ নষ্ট করলেন দিমিত্রিওস। সংযোজিত সময়ের শেষদিকে লাল-হলুদ ব্রিগেডের গ্রিক স্ট্রাইকারের লব অসাধারণ দক্ষতায় সেভ করে দিলেন পারো এফসি-র গোলকিপার কিউপিক। যে ম্যাচে দিমিত্রিওস হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গলকে জয়ে ফেরাতে পারতেন, সেই ম্যাচ ২-২ ড্র হল। ম্যাচের শুরুতেই মাদিহ তালালের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে পারো এফসি-কে সমতায় ফেরান মিনার্ভা পাঞ্জাব, ভবানীপুরে খেলে যাওয়া উইলিয়াম ওপোকু আসিদু। এরপর প্রথমার্ধের শেষমুহূর্তে পারো এফসি-কে এগিয়ে দেন ইভান্স আসান্টে। অনেক সুযোগ নষ্ট করার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান দিমিত্রিওস। গোল করে ভুটানে ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের উদ্দেশ্যে অনেক অঙ্গভঙ্গি করলেন ইস্টবেঙ্গলের ৯ নম্বর জার্সিধারী। পারফরম্যান্সে তাঁর এই হতাশা ও রাগের বহিঃপ্রকাশ ঘটলে ম্যাচের ফল অন্যরকম হত।

টানা হারের পর ড্র ইস্টবেঙ্গলের

Latest Videos

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে হেরে যাওয়ার পর শনিবার ড্র করল ইস্টবেঙ্গল। অসংখ্য সুযোগ নষ্ট না হলে, পোস্টে বল না লাগলে জয় পেতে পারত অস্কার ব্রুজোঁর দল। হারের খরা কাটায় পরের ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন আনোয়ার আলিরা।

ইস্টবেঙ্গলের সমস্যা মিটছে না

ইস্টবেঙ্গলের রক্ষণে সমস্যা এদিনও প্রকট হয়ে গেল। অকারণে পায়ে বেশিক্ষণ বল রাখা, সেকেন্ড বল নিজেদের দখলে আনতে না পারা, বোঝাপড়ার অভাব, আক্রমণে খেলোয়াড় বাড়াতে না পারার খেসারত দিতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। জয় পেতে হলে এই সমস্যাগুলি মেটাতে হবে অস্কারকে। এএফসি চ্যালেঞ্জ লিগে দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ প্রধান কোচের প্রাক্তন দল বসুন্ধরা কিংস। ফলে বাংলাদেশের এই ক্লাবের বিরুদ্ধে জয় পেতে মরিয়া অস্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দলে সমস্যার শেষ নেই, তার মধ্যেই আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে ইতিবাচক ফলের খোঁজে অস্কার

কাঁটার উপর দিয়ে পথ চলা শুরু, এই ইস্টবেঙ্গল দল নিয়ে সাফল্য পাবেন অস্কার ব্রুজোঁ?

প্রথম কলকাতা ডার্বিতেই নায়ক জেমি ম্যাকলারেন, ইস্টবেঙ্গলকে ২-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার