East Bengal: লাল হলুদের হেডস্যার এবার সবাইকে জানালেন, তাঁর মেয়ের নাম। সেখানে তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর মেয়ের নাম, যা আসলে দেবী দুর্গার নামেই (oscar bruzon daughter name)।
East Bengal: বাঙালির দুর্গাপুজোকে কেন উৎসব বলা হয়? সেই উত্তর যেন একেবারে হাতের মুঠোয়। গোটা বাংলা মেতে উঠেছে দুর্গোৎসবে। প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড়। আর সেই উৎসবে শামিল সবাই। এমনকি, স্পেনের মানুষ হলেও, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর জীবনেও সেই দুর্গাপুজোর ছোঁয়া লেগেছে (oscar bruzon east bengal)।
কী বলছেন ইস্টবেঙ্গল কোচ?
লাল হলুদের হেডস্যার এবার সবাইকে জানালেন, তাঁর মেয়ের নাম। সেখানে তিনি প্রকাশ্যে এনেছেন তাঁর মেয়ের নাম, যা আসলে দেবী দুর্গার নামেই (oscar bruzon daughter name)। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, "আমার কন্যার নাম উমা। যা আদতে মা দুর্গারই আরেকটি নাম। তাই আমার মেয়ের নাম উমা রাখা হয়েছে মা দুর্গার নামে। শারদোৎসব আমার হৃদয়ের বিশেষ একটি স্থান দখল করে রয়েছে। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই।”
আগামী ৮ নভেম্বর দু-বছরে পা দেবে উমা। অস্কার যখন বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা এফসির কোচ, তখনই জন্ম হয় তাঁর মেয়ের। এদিকে গত বৃহস্পতিবার, অনুশীলন করেছে ইস্টবেঙ্গল। তবে দুর্গাপুজো উপলক্ষ্যে ২-৩ দিন ছুটি পাবেন লাল হলুদ ফুটবলাররা।
মা দুর্গার নামেই অস্কার ব্রুজোর মেয়ের নাম
ব্রুজোর কথায়, আগেও তিনি দুর্গা প্রতিমা দর্শন করেছেন। প্রসঙ্গত, স্ত্রী ইরার সঙ্গে ভারতেই আলাপ হয় ইস্টবেঙ্গল কোচের। সেই সময় তিনি ছিলেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ। এরপর মেয়ের জন্মের পর, তারা ঠিক করেন যে, মেয়ের জন্য ভারতীয় কোনও নামই বেছে নেবেন। তাই সেইমতোই মেয়ের নাম রাখেন উমা।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেন, তাঁর মেয়ের নাম হল উমা। মা দুর্গারই আরেকটি নাম হল উমা। তাই তিনি মেয়ের নাম উমা রেখেছেন। সেইসঙ্গে, দুর্গাপুজো যে তাঁর জীবনের বিশেষ একটি জায়গা দখল করে রেখেছে, সেই কোথাও বলেছেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
