আইএফএ শিল্ড ২০২৫: বুধবার উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল, খেলা দেখা যাবে বিনামূল্যে

Published : Oct 07, 2025, 04:14 PM ISTUpdated : Oct 07, 2025, 04:28 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

IFA Shield 2025: বুধবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan FC)।

DID YOU KNOW ?
অন্যতম প্রাচীন শিল্ড
আইএফএ শিল্ড ভারতের তো বটেই, বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট। ১৮৯৩ সালে শুরু হয় এই টুর্নামেন্ট।

East Bengal FC vs Sreenidi Deccan FC: বুধবার কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের (IFA Shield 2025) উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকান এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে হেরে যাওয়ার পর প্রথমবার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón) বলেছেন, তাঁরা এই টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছেন। চলতি মাসের শেষদিকে শুরু হচ্ছে সুপার কাপ (Indian Super Cup 2025)। তার আগে আইএফএ শিল্ডে ভালো পারফরম্যান্স দেখিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লাল-হলুদ শিবিরের লক্ষ্য। বুধবার দলের বেশিরভাগ ভারতীয় ফুটবলারকেই পাচ্ছেন অস্কার। তবে সব বিদেশি ফুটবলারকে তিনি পাচ্ছেন না। যদিও তাতে শিল্ডের প্রথম ম্যাচ জিততে সমস্যা হবে না বলে আশাবাদী লাল-হলুদ শিবির।

প্রথম ম্যাচ দেখা যাবে বিনামূল্যে

বুধবার আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচ দেখা যাবে বিনামূল্যে। একজনকে তিনটি করে টিকিট দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর হচ্ছে আইএফএ শিল্ড। এই টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে যাতে কল্যাণী স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ থাকে, সেই লক্ষ্যেই বিনামূল্যে টিকিট দেওয়া হচ্ছে।

২৪ জনকে রেজিস্ট্রেশন ইস্টবেঙ্গলের

আইএফএ শিল্ডের জন্য আপাতত ২৪ জন ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। অস্কারের হাতে থাকা পাঁচজন বিদেশি ফুটবলারকেই রেজিস্ট্রেশন করানো হয়েছে। রিজার্ভ দল থেকে বিক্রম প্রধানকে প্রথমবার সিনিয়র দলে নেওয়া হয়েছে। গোলকিপার হিসেবে আছেন দেবজিৎ মজুমদার, প্রভসুখন সিং গিল ও গৌরব সাউ। ডিফেন্ডার হিসেবে আছেন আনোয়ার আলি, মহম্মদ রাকিপ, বিক্রম প্রধান, মার্তণ্ড রায়না, লালচুংনুঙ্গা, জয় গুপ্তা ও কেভিন সিবিলে। মিডফিল্ডার হিসেবে আছেন সৌভিক চক্রবর্তী, জিকসন সিং, সল ক্রেপসো, মহম্মদ বাসিম রশিদ ও মিগুয়েল ফিগুইরা। ফরোয়ার্ডে আছেন বিপীন সিং, এডমুন্ড লালরিনডিকা, নাওরমে মহেশ সিং, ডেভিড লাললানসাঙ্গা, পি ভি বিষ্ণু, জেসিন টি কে, সায়ন বন্দ্যোপাধ্যায় ও হামিদ আহাদাদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৮ অক্টোবর শুরু হচ্ছে আইএফএ শিল্ড।
৮ অক্টোবর এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল