IFA Shield 2025: দুর্গাপুজো মিটে যাওয়ার পরেই শুরু হতে চলেছে বাংলার ফুটবলপ্রেমীদের উৎসব শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট আইএফএ শিল্ড। এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
KNOW
IFA Shield 2025 Schedule: শনিবার ভারতীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ডের সূচি ঘোষণা করা হল। এই টুর্নামেন্টের সফলতম দল ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং লাল-হলুদ ব্রিগেডের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) আলাদা গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলের সঙ্গে আছে আই-লিগের (I-League) দল শ্রীনিধি ডেকান এফসি (Sreenidi Deccan Football Club) ও নামধারী এফসি (Namdhari FC)। গ্রুপ বি-তে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club) ও গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)।। কলকাতার অন্যতম প্রধান ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) এবার আইএফএ শিল্ডে খেলছে না। বাংলার তিন ক্লাব এবং আই লিগের তিন ক্লাবকে নিয়ে হতে চলেছে আইএফএ শিল্ড।
কবে শুরু আইএফএ শিল্ড?
৮ অক্টোবর শুরু হচ্ছে আইএফএ শিল্ড। উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। লাল-হলুদ ব্রিগেডের দ্বিতীয় ম্যাচ ১৪ অক্টোবর। সেই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নামধারী এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ৯ অক্টোবর। সেই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। ১৫ অক্টোবর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৮ অক্টোবর আইএফএ শিল্ড ফাইনাল। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট নিজেদের গ্রুপের শীর্ষে থাকলে ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby) হবে। দুই দলের সমর্থকরাই সেই আশা করছেন।
কোথায় হবে শিল্ডের ম্যাচ?
রীতি অনুযায়ী, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকে গড়ের মাঠ। ফলে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মাঠে আইএফএ শিল্ডের ম্যাচ হচ্ছে না। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ হতে পারে। পাশাপাশি নৈহাটি, ব্যারাকপুরেও শিল্ডের ম্যাচ হতে পারে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত তেমনই ইঙ্গিত দিয়েছেন। উদ্বোধনী ম্যাচ হতে পারে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ফাইনালে যদি কলকাতা ডার্বি হয়, তাহলে সেই ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


