আইএফএ শিল্ড ২০২৫: যুবভারতীতে পরপর ফাইনালে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল?

Published : Oct 15, 2025, 04:50 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC: ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব হলেও, গত দু'দশকে খুব বেশি সাফল্য পায়নি ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ড (IFA Shield 2025) জিতে সুপার কাপের (Indian Super Cup 2025) আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লাল-হলুদ শিবিরের লক্ষ্য।

DID YOU KNOW ?
৪১ বার ফাইনালে ইস্টবেঙ্গল
এবার নিয়ে সর্বাধিক ৪১ বার আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল। অন্য কোনও দলের এই রেকর্ড নেই।

IFA Shield 2025 Final: আট, নয়ের দশকে কলকাতা ফুটবলে প্রবাদ তৈরি হয়েছিল, 'যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) জ্যোতিষ চন্দ্র গুহর (Jyotish Chandra Guha) হাড় পোঁতা আছে। এই কারণে যুবভারতী ক্রীড়াঙ্গন ইস্টবেঙ্গলের (East Bengal FC) দুর্গ। এই মাঠে ইস্টবেঙ্গলকে হারানো যায় না।' কিন্তু গত দু'দশকে এই প্রবাদ বাংলার ফুটবলপ্রেমীদের মন থেকে মুছে গিয়েছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বারবার হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। আই লিগ (I-League), আইএসএল (Indian Super League), ডুরান্ড কাপ (Durand Cup), ফেডারেশন কাপের (Federation Cup) মতো টুর্নামেন্টগুলির সেমি-ফাইনাল বা ফাইনালে বেশ কয়েকবার হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। এবারের ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে ইস্টবেঙ্গলের হারের স্মৃতি টাটকা। শনিবার আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচের আগে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালের পরিসংখ্যান লাল-হলুদ শিবিরকে উদ্বেগে রাখছে।

ফাইনালে পিছিয়ে ইস্টবেঙ্গল

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে গত তিন দশকে বারবার ফাইনালে হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। ১৯৯৫ সালে ফেডারেশন কাপ ফাইনালে জেসিটি-র (JCT) বিরুদ্ধে সাডেন ডেথে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। ১৯৯৭ সালে ফেডারেশন কাপ সেমি-ফাইনালে মোহনবাগানকে ৪-১ হারিয়ে ফাইনালে পৌঁছনোর পর সালগাওকরের (Salgaocar FC) কাছে হেরে যান বাইচুং ভুটিয়ারা (Bhaichung Bhutia)। সালগাওকরের হয়ে গোল্ডেন গোল করেন ব্রুনো কুটিনহো (Bruno Coutinho)। ২০০৩ সালে আইএফএ শিল্ড ফাইনালে টাইব্রেকারে মোহনবাগানের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। সে বছরই সুপার কাপেও হেরে যায় ইস্টবেঙ্গল। ২০১১ সালে ফেডারেশন কাপ ফাইনালে সালগাওকরের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। ২০১৩ সালে আইএফএ শিল্ড ফাইনালে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের (United Sports Club) কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। ২০২৩ সালে ডুরান্ড কাপ ফাইনালে ১০ জনের মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল

ফাইনালে মাত্র ২ বার জয়

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে কোনও টুর্নামেন্টের ফাইনালে গত সাতবারের মধ্যে মাত্র দু'বার জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ২০১০ সালে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) প্ল্যাটিনাম জুবিলি কাপ ফাইনালে টাইব্রেকারে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। এরপর ২০১২ সালে আইএফএ শিল্ড জেতে লাল-হলুদ ব্রিগেড। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পরিসংখ্যান বদলে দেওয়ার লক্ষ্যে খেলতে নামবে অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৯
এখনও পর্যন্ত ২৯ বার আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল।
আইএফএ শিল্ডের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?