
Ansumana Kromah Wife: কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মা। এবার স্ত্রীকেও হারালেন ভারতীয় ফুটবলে সাড়া ফেলে দেওয়া লাইবেরিয়ান (Liberian) ফুটবলার আনসুমানা ক্রোমা। তাঁর বাঙালি স্ত্রী প্রয়াত হলেন। ২০১৯ সালের ১২ অগাস্ট পূজা দত্তর সঙ্গে বিয়ে হয় ক্রোমার। বিয়ের পর ধর্ম পরিবর্তন করেন পূজা। তাঁর নতুন নাম হয় সাদিয়া ক্রোমা (Sadiya Kromah)। তাঁদের দুই সন্তান রয়েছে। প্রথম সন্তানের বয়স ছয় বছর এবং দ্বিতীয় সন্তানের বয়স মাত্র দু'মাস। মাকে হারিয়ে অসহায় হয়ে পড়ল দুই শিশু। মায়ের পর স্ত্রীকেও হারিয়ে বিপর্যস্ত ক্রোমা। এখন দুই সন্তানের দায়িত্ব তাঁর উপরেই বর্তাচ্ছে। এই ফুটবলারকে নিজের শরীরের দিকেও নজর রাখতে হচ্ছে। তিনি গত বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। এই ধরনের জটিল ও সঙ্কটজনক অসুস্থতার পর তিনি মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে ফুটবল মহলে আলোচনা চলছিল। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে কোনও আশঙ্কা ছিল না। কিন্তু হঠাৎই স্ত্রীকে হারালেন ক্রোমা।
ক্রোমার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী আপাতভাবে সুস্থই ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়িতেই ছিলেন। হাল্কা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রয়াত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan), চার্চিল ব্রাদার্স (Churchill Brothers), আইজল এফসি-র (Aizawl FC) মতো দলের হয়ে খেলেছেন ক্রোমা। তাঁর স্ত্রীর প্রয়াণের খবরে ফুটবলপ্রেমীরা শোকাহত। অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই কঠিন সময়ে ক্রোমার পাশে থাকার বার্তা দিচ্ছেন। ইস্টবেঙ্গল-মোহনবাগানের সদস্য-সমর্থকরা এই ফুটবলারকে সান্ত্বনা দিচ্ছেন। সবাই ক্রোমা ও তাঁর সন্তানদের প্রতি সহমর্মী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।