IFA Shield: আসন্ন ২০২৫ সালের মার্চ মাসে হতে পারে আইএফএ শিল্ড, আসছে ব্রাজিলের ক্লাব?

আবার কি আসছে আইএফএ শিল্ড (IFA Shield)? চলতি নভেম্বরে চেষ্টা করা হয়েছিল আইএফএ শিল্ড আয়োজনের। 

আবার কি আসছে আইএফএ শিল্ড (IFA Shield)? চলতি নভেম্বরে চেষ্টা করা হয়েছিল আইএফএ শিল্ড আয়োজনের। কিন্তু নভেম্বর মাসে কোনও স্লট পায়নি আইএফএ (Indian Football Association)।

তাই আসন্ন ২০২৫ সালের মার্চ মাসে আয়োজিত হতে পারে আইএফএ শিল্ড। জানা যাচ্ছে, মার্চের ১৭ তারিখের পর শিল্ড আয়োজন করতে চেয়ে আরেকবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিতে চলেছে আইএফএ। এই সময় ফিফা উইন্ডো থাকায় আইএসএল-এর খেলা বন্ধ থাকবে। তবে শিল্ড কলকাতায় হওয়ার সম্ভাবনা কম। খেলা হবে শিলিগুড়িতে।

Latest Videos

শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতার চমক বাড়াতে এবার আনার চেষ্টা চলছে কয়েকটি বিদেশি ক্লাবকেও। ইতিমধ্যেই বাংলাদেশের ঢাকা মহামেডানের সঙ্গে কথাবার্তা বলেছেন আইএফএ কর্তারা। তাছাড়া ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব বোটাফোগোর সঙ্গে প্রাথমিক কথা বলে ফেলেছেন তারা।

উল্লেখ্য, এই মুহূর্তে ব্রাজিল ফুটবল লিগের শীর্ষে রয়েছে বোটাফোগো। তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়ে ওঠেনি। আপাতত সবটাই প্রাথমিক স্তরে আলোচনা চলছে। তার মূল কারণ, ফেডারেশনের তরফ থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। অন্যদিকে, নেপাল এবং ভুটানেরও একটি দলকে আনার চেষ্টা করছেন আইএফএ কর্তারা।

আর থাকবে কলকাতার ইস্টবেঙ্গল এবং মহামেডান। মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছে যে, তারা শিল্ড খেলতে আগ্রহী নয়। তবে সূত্রের খবর, আরও একবার মোহনবাগানের সঙ্গে আলোচনায় বসতে পারেন আইএফএ কর্তারা। গতবার চেষ্টা করেও শিল্ড আয়োজন করা যায়নি। তাই এবার বাড়তি উদ্যোগী আইএফএ।

গতবার সুপার কাপে প্রতিটি দল যেমন মোট ৬জন বিদেশি খেলানোর সুবিধা পেয়েছিল, শিল্ডে তেমনই ৬ জন বিদেশি খেলানোর অনুমতি দিতে পারে আইএফএ। একইসঙ্গে বোটাফোগোর সঙ্গে কথা বলা হচ্ছে সিনিয়র দলের বেশ কয়েকজন নামী ফুটবলারকে আনার বিষয়ে। একসময় ঠিক ছিল যে, স্লট পেলে নভেম্বরে শিল্ডের খেলা হবে।

তবে এখন ব্রাজিলে লিগ চলছে। কিন্তু আগামী মার্চ মাসে ব্রাজিল লিগ শেষ হয়ে যাবে। তাই তখন সিনিয়র দল আনার ক্ষেত্রে সমস্যা নেই সেইরকম। আপাতত আইএফএ সূত্রে জানা যাচ্ছে, পুরো বিষয়টি কথাবার্তার পর্যায়ে রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury