শনিবার মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে অনিশ্চিত হেক্টর ইয়ুস্তে, হিজাজি-আনোয়ার ভরসা অস্কারের

Published : Nov 04, 2024, 02:00 PM ISTUpdated : Nov 04, 2024, 02:29 PM IST
Hector Yuste

সংক্ষিপ্ত

চলতি মরসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্সের পর দল যখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, তখন ফের চোট পেলেন এক ফুটবলার।

ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু চোট পেয়ে শনিবার আইএসএল-এ মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে অনিশ্চিত ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে। তিনি এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে চোট পান। এরপর গ্রুপের শেষ ম্যাচে নেজমে এসসি-র বিরুদ্ধেও চোট পান হেক্টর। সেই চোট নিয়েই তিনি দলের সবার সঙ্গে কলকাতায় ফেরেন। কিন্তু চোট এখনও সারেনি। এরই মধ্যে আইএসএল-এর ম্যাচ হতে চলেছে। ফিট হয়ে ওঠার লক্ষ্যে স্পেনে ফিরে গিয়েছেন হেক্টর। তিনি স্পেনে যে চিকিৎসককে দেখান, তাঁরই সাহায্য নিচ্ছেন। শুক্রবারের মধ্যেই কলকাতায় ফিরে আসবেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার। ফিট হয়ে উঠলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে পারেন হেক্টর। তবে সেই সম্ভাবনা কম।

পেশিতে চোট হেক্টরের

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হেক্টর। সেই চোট নিয়েই তিনি নেজমে এসসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামেন। কিন্তু নেজমের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে চোটের কারণে উঠে যেতে বাধ্য হন হেক্টর। তাঁর পেশির চোট সারাতে কয়েকদিন সময় লাগবে। স্পেনের চিকিৎসকের সাহায্য নিয়ে দ্রুত ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন হেক্টর

মহামেডান স্পোর্টিং ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

সোমবার থেকে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইস্টবেঙ্গল। হেক্টর অনুশীলনে না থাকায় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আনোয়ার আলি ও হিজাজি মাহেরকে ধরেই প্রস্তুতি নিচ্ছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। তাঁর কোচিংয়ে আইএসএল-এ এখনও পয়েন্ট পায়নি লাল-হলুদ ব্রিগেড। শনিবার মহামেডান স্পোর্টিংকে হারিয়ে প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগে অপরাজিত থাকার পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে দল। এই আত্মবিশ্বাসই কাজে লাগানোর চেষ্টা করছেন অস্কার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অলটিন আসিরকে উড়িয়ে তুর্কমেনিস্তানের লিগ জিতেছে, কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষকে চিনে নিন

জিততে ভুলে গিয়েছিল, সমতল থেকে পাহাড়ে গিয়েই কোন মন্ত্রে বদলে গেল ইস্টবেঙ্গল?

ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে