ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে ড্র ভারতের, মরিশাসের বিরুদ্ধে গোলই করতে পারলেন না ছাংতেরা

Published : Sep 04, 2024, 01:29 AM IST
INDIAN FOOTBALL TEAM

সংক্ষিপ্ত

মানোলো যুগের সূচনাতে ভারতের জয় এল না। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল মরিশাস। ফিফা ক্রমতালিকায় যে দেশ রয়েছে ১৭৯ তম স্থানে। আর ভারতের স্থান ১২৪।

মানোলো যুগের সূচনাতে ভারতের জয় এল না। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল মরিশাস। ফিফা ক্রমতালিকায় যে দেশ রয়েছে ১৭৯ তম স্থানে। আর ভারতের স্থান ১২৪।

মনবীর সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতেরা দুর্বল এই প্রতিপক্ষকে হারিয়ে দেবেন বলেই মনে করা হচ্ছিল। তেমনই প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু দিনের শেষে হতাশ হয়েই ফিরতে হল ভারতীয় সমর্থকদের।

মরিশাসের (Mauritius) বিরুদ্ধে গোল করতে পারল না ভারত (India)। ব্যর্থ হলেন ভারতীয় ফরোয়ার্ডরা। খেলা শেষ গোলশূন্য অবস্থাতে।

সুনীল ছেত্রীর অবসরের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। আর নতুন কোচ মানোলো মারকুয়েজের অধীনে এটা ছিল প্রথম ম্যাচ। এদিন ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে হায়দ্রাবাদে, মন ভরানো ফুটবল উপহার দিতে পারল না ভারত।

সেইসঙ্গে, দলে বোঝাপড়ার অভাব স্পষ্ট। হেডস্যার যে এখনও সঠিকভাবে দল গুছিয়ে উঠতে পারেননি, তা অনেকটাই পরিষ্কার। কার্যত, গোটা ম্যাচে দিশাহীন মনে হল ভারতীয় ফুটবলারদের।

যদিও গোটা ম্যাচেই বলের দখল ছিল ভারতের কাছে। একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু গোলমুখে গিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেললেন টিম ইন্ডিয়ার ফরোয়ার্ডরা। পুরো ম্যাচে ভারত মোট ৯টি শট মেরেছে। তার মধ্যে গোলমুখে গেছে শুধু একটা। সেটিকেও আবার আটকে দিয়েছেন মরিশাসের গোলরক্ষক।

ফলে, দুর্বল মরিশাসের বিরুদ্ধে ড্র করে ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) জয়ের লড়াইতে অনেকটাই পিছিয়ে পড়ল ভারত। ভারত, মরিশাস এবং সিরিয়া, এই তিন দেশকে নিয়ে ত্রিদেশীয় প্রতিযোগিতায় দুটি করে ম্যাচ খেলতে হবে প্রতিটি দলকে।

এখানে কোনও সেমিফাইনাল বা ফাইনাল নেই। তবে নতুন জাতীয় কোচ মানোলো মারকুয়েজ এই ত্রিদেশীয় প্রতিযোগিতাকে আগামী মার্চ মাসে এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডের প্রস্তুতি হিসেবেই দেখছেন। কিন্তু প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার যা পারফরম্যান্স দেখা গেল, তাতে হয়ত খুব একটা খুশি হবেন না মনবীরদের নতুন কোচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?