দেশের মাটিতে প্রায় ৪ বছর অপরাজিত, অসাধারণ রেকর্ড ভারতীয় ফুটবল দলের
দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত ভারতীয় ফুটবল দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪-০ উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-০ হারিয়ে দিয়েছেন সুনীল ছেত্রীরা। পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর নেপালের বিরুদ্ধেও গোল করেছেন সুনীল।
২০১৯-এর সেপ্টেম্বর থেকে দেশের মাটিতে অপরাজিত ভারতীয় ফুটবল দল, অসাধারণ ফর্মে সুনীল ছেত্রীরা
২০১৯-এর সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্র করেছিল ভারতীয় ফুটবল দল। তারপর থেকে এখনও পর্যন্ত দেশের মাটিতে অপরাজিত সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা।
210
অসাধারণ ফর্মে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী, আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করার পথে এই স্ট্রাইকার
আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৯১টি গোল করেছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন ভারতের অধিনায়ক।
310
দেশের মাটিতে গত ১২টি ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেয়েছে ভারতীয় ফুটবল দল
দেশের মাটিতে গত ১২টি ম্যাচের মধ্যে শুধু বাংলাদেশ ও লেবাননের সঙ্গে ড্র করেছে ভারতীয় ফুটবল দল। বাকি ১০টি ম্যাচেই জয় পেয়েছেন সুনীল ছেত্রীরা।
Related Articles
410
ইতিমধ্যেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। এই টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়াই ইগর স্টিম্যাচের দলের লক্ষ্য।
510
মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের নিয়মরক্ষার ম্যাচে কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারত
মঙ্গলবার বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে কুয়েতের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। ২ দলই ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে গ্রুপের শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার।
610
জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন নাওরেম মহেশ সিং
সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন উইঙ্গার নাওরেম মহেশ সিং। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। নেপালের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে প্রথম গোলও করেছেন মহেশ।
710
ভারতীয় ফুটবল দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তরুণ ডিফেন্ডার আকাশ মিশ্র
আইএসএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে তরুণ ডিফেন্ডার আকাশ মিশ্র। জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই ডিফেন্ডার।
810
প্রায় এক দশক ধরে ভারতীয় ফুটবল দলের ভরসা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু
দীর্ঘদেহী গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু প্রায় এক দশক ধরে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই পারফরম্যান্স ধরে রাখাই গুরপ্রীতের লক্ষ্য।
910
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের রক্ষণের অন্যতম ভরসা সন্দেশ ঝিঙ্গান
দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে খেলছেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। সাফ চ্যাম্পিয়নশিপেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন সন্দেশ।
1010
কুয়েতের বিরুদ্ধে অতীত রেকর্ড ভারতীয় ফুটবল দলের পক্ষে খুব একটা ভালো নয়
এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল দল কুয়েতের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে কুয়েত এবং ১টি ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল।