Lionel Messi Birthday: এক যুগ আছে পা রেখেছিলেন তিলোত্তমায়, কেমন ছিল লিওনেল মেসির কলকাতা সফর?
কলকাতার ফুটবলপ্রেমীরা পেলে, দিয়েগো মারাদোনা, গার্ড মুলার, অলিভার কান, রজার মিল্লার মতো তারকাদের দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু তাঁরা কেউই সেরা ফর্মে থাকার সময় কলকাতায় খেলতে আসেননি। লিওনেল মেসি কিন্তু কেরিয়ারের মধ্যগগনে থাকার সময়ই কলকাতায় খেলতে এসেছিলেন।
১২ বছর আগে বাংলার ফুটবলপ্রেমীদের মাতিয়ে দিয়ে গিয়েছিলেন লিওনেল মেসি
২০১১ সালে কলকাতায় এসেছিল আর্জেন্টিনা দল। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন লিওনেল মেসি।
210
কলকাতায় এসে বাংলার ফুটবলপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন লিওনেল মেসি
কলকাতা বিমানবন্দরে পা রাখার পর থেকেই বাংলার ফুটবলপ্রেমীদের ভালোবাসা টের পেয়েছিলেন লিওনেল মেসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের দিন বাঁধভাঙা উচ্ছ্বাস-আবেগ দেখা গিয়েছিল।
310
কলকাতায় লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার খবর স্থান পেয়েছিল ভেনেজুয়েলার সংবাদমাধ্যমেও
কলকাতায় লিওনেল মেসিকে নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার খবর সেই সময় আর্জেন্টিনার সংবাদমাধ্যমের পাশাপাশি ভেনেজুয়েলার সংবাদমাধ্যমেও স্থান পেয়েছিল।
Related Articles
410
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের টিকিট নিয়ে চরম উন্মাদনা দেখা গিয়েছিল
কলকাতায় বড় ম্যাচের টিকিট নিয়ে যে উন্মাদনা দেখা যায়, আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের টিকিট নিয়েও সেরকমই উন্মাদনা দেখা গিয়েছিল। চাহিদার তুলনায় টিকিট অনেক কম ছিল।
লিওনেল মেসি যখন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেছিলেন, তখনও গ্যালারির দর্শক আসন ছিল ১ লক্ষ ২০ হাজার। তবে নিরাপত্তার কারণেই ৭৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। সব টিকিটই দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল।
610
কলকাতার ফুটবলপ্রেমীরা অবশ্য প্রিয় নায়ক লিওনেল মেসির গোল দেখার সুযোগ পাননি
কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ১-০ জয় পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোল করেন নিকোলাস ওটামেন্ডি। লিওনেল মেসির গোল দেখতে না পেয়ে একটু হতাশ হন কলকাতার ফুটবলপ্রেমীরা।
710
গোল না পেলেও ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে বারবার বাঁ পায়ের ঝলক দেখান লিওনেল মেসি
লিওনেল মেসির গোল না পেলেও, ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বারবার তাঁর বিখ্যাত বাঁ পায়ের ঝলক দেখার সুযোগ পান বাংলার ফুটবলপ্রেমীরা।
810
বার্সেলোনার হয়ে খেলা শুরু করার পর থেকেই বাংলার ফুটবলপ্রেমীদের কাছে প্রিয় লিওনেল মেসি
লিওনেল মেসি যখন ২ দশক আগে বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন, তখন থেকেই তিনি বাংলার ফুটবলপ্রেমীদের কাছে প্রিয়। যত কেরিয়ার এগিয়েছে ততই মেসির অনুরাগীর সংখ্যা বেড়ে গিয়েছে।
910
এবারও লিওনেল মেসির জন্মদিনে বাংলার ফুটবলপ্রেমীরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন
লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে গত কয়েক বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করে আসছেন কলকাতা-সহ বাংলার ফুটবলপ্রেমীরা। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
1010
কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই লিওনেল মেসির প্রথম জন্মদিন
বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শনিবার প্রথম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। তাঁর জন্মদিন উপলক্ষে শুধু কলকাতা নয়, সারা বিশ্বেই ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগ দেখা যাচ্ছে।