Sandesh Jhingan Operation: কাফা নেশনস কাপে (CAFA Nations Cup 2025) ইরানের বিরুদ্ধে ম্যাচে (India vs Iran) চোয়ালে মারাত্মক চোট পান ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। চোট সারাতে তাঁকে অস্ত্রোপচার করাতে হল।

DID YOU
KNOW
?
সন্দেশ ঝিঙ্গানের চোট
ভারতীয় দল ও এফসি গোয়ার ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চোয়াল ভেঙে গিয়েছে। তাঁকে অস্ত্রোপচার করাতে হল।

Sandesh Jhingan Injury: কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল, জাতীয় দলের হয়ে কাফা নেশনস কাপে (CAFA Nations Cup 2025) খেলতে গিয়ে ইরানের বিরুদ্ধে ম্যাচে (India vs Iran) চোট পাওয়া ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের চিকিৎসার খরচ দেবে না All India Football Federation। তবে দেশজুড়ে সমালোচনার মুখে শুক্রবার এআইএফএফ জানিয়ে দিল, সন্দেশের চিকিৎসার ক্ষেত্রে সবরকম সাহায্য করা হচ্ছে। তবে শুধু ফেডারেশনই না, সন্দেশের আইএসএল (Indian Super League) দল এফসি গোয়াও (FC Goa) চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করছে। ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোয়ালে মারাত্মক চোট পান সন্দেশ। এই চোট সারানোর জন্য তাঁকে অস্ত্রোপচার করাতে হল। মাঠে ফিরতে বেশ কিছুদিন লাগবে। চলতি মরসুমে হয়তো আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না এই ডিফেন্ডার।

সন্দেশের পাশে থাকার বার্তা ফেডারেশনের

এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, 'সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফসি গোয়া সন্দেশ ঝিঙ্গানকে সবরকমভাবে সাহায্য করছে। জাতীয় দলের হয়ে খেলার সময় তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন সন্দেশ। তাঁর সেরে ওঠা ও রিহ্যাবিলিটেশনের উপর নজরদারি চালানো হচ্ছে। সন্দেশ যাতে সেরা চিকিৎসার সুযোগ পান, তা নিশ্চিত করতে চাইছে এআইএফএফ ও এফসি গোয়া। এই সময় তাঁকে সবরকমভাবে সাহায্য করা হবে। জাতীয় দলের হয়ে খেলার সময় কোনও খেলোয়াড় চোট পেলে সবসময় খেলোয়াড় ও ক্লাবের পাশে থাকে এআইএফএফ। চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ সাহায্য করা হচ্ছে। সন্দেশ যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন, সেই চেষ্টাই করছি আমরা। এফসি গোয়াকে ধন্যবাদ জানাচ্ছে এআইএফএফ।'

Scroll to load tweet…

চলতি বছরে হয়তো মাঠের বাইরেই সন্দেশ

এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, সন্দেশকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। ফলে চলতি বছরে হয়তো মাঠের বাইরে থাকতে হবে। আগামী মাসে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের (2027 AFC Asian Cup qualification) ম্যাচে খেলতে পারবেন না এই নির্ভরযোগ্য ডিফেন্ডার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।