সুপার কাপ ২০২৫: নিয়মে বদল এআইএফএফ-এর, সুপার কাপে প্রথম একাদশে সর্বাধিক ৪ বিদেশি

Published : Oct 10, 2025, 10:08 PM ISTUpdated : Oct 10, 2025, 10:15 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Indian Super Cup 2025: দু'সপ্তাহ পর শুরু হচ্ছে সুপার কাপ। দেশের সেরা নক-আউট টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানো সংক্রান্ত নিয়মে বদল আনল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)।

DID YOU KNOW ?
সুপার কাপ জয় লাল-হলুদের
২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবার একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।

Indian Football: এবারের সুপার কাপে (Indian Super Cup 2025) সর্বাধিক ছয় জন বিদেশি ফুটবলারকে দলে রাখা যাবে। তবে প্রথম একাদশে সর্বাধিক চার জন বিদেশি ফুটবলারকে রাখা যাবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) সূত্রে এমনই জানা গিয়েছে। আইএসএল-এ (Indian Super League) বিদেশি ফুটবলার সংক্রান্ত এমনই নিয়ম রয়েছে। অতীতে সুপার কাপে প্রথম একাদশে ছয় জন বিদেশি ফুটবলারকে রাখা যেত। সব দলই সেই নিয়মের সুবিধা নিয়েছে। এবারের সুপার কাপে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর দাবি জানিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এআইএফএফ-এর কাছে ৬ জনের বদলে ৪ জন বিদেশিকে খেলানোর দাবি জানায় সবুজ-মেরুন শিবির। সেই দাবি মেনে নিল এআইএফএফ। বিদেশি ফুটবলারের সংখ্যা কমানো হলে বেশি ভারতীয় ফুটবলার খেলার সুযোগ পাবেন। এই কারণে কোনও ক্লাবই নতুন নিয়মে আপত্তি জানাচ্ছে না।

২৫ অক্টোবর শুরু সুপার কাপ

এবারের সুপার কাপ হতে চলেছে গোয়ায় (Goa)। কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট আছে গ্রুপ এ-তে। ২৫ অক্টোবর শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রথম দিনই কলকাতার দুই প্রধানের ম্যাচ রয়েছে। এরপর তাদের দ্বিতীয় ম্যাচ ২৮ অক্টোবর। ৩১ অক্টোবর হতে চলেছে কলকাতা ডার্বি (Kolkata Derby)। গ্রুপ এ-তে কলকাতার দুই প্রধানের সঙ্গে আছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ও রিয়াল কাশ্মীর এফসি (Real Kashmir FC)। ফলে কলকাতার কোনও এক দল গ্রুপের শীর্ষে থাকবে বলে আশায় সমর্থকরা।

সুপার কাপে খেলছে মহামেডান স্পোর্টিং ক্লাব

কলকাতার তৃতীয় প্রধান হিসেবে পরিচিত মহামেডান স্পোর্টিং ক্লাবও (Mohammedan Sporting Club) সুপার কাপে খেলছে। গ্রুপ সি-তে সাদা-কালো ব্রিগেডের সঙ্গে আছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC), পাঞ্জাব এফসি (Punjab FC) ও গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC)। এই গ্রুপ থেকে মহামেডান স্পোর্টিংয়ের নক-আউটের যোগ্যতা অর্জনের আশা নেই বললেই চলে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
সুপার কাপে প্রতি দলে ৬ জন বিদেশি থাকলেও প্রথম একাদশে ৪ জন।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী, সুপার কাপে ৬ জন বিদেশিকে দলে রাখা হলেও, ৪ জনকে খেলানো যাবে।
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?