Madih Talal: গত মরসুমে মারাত্মক চোট পেয়ে ছিটকে যান ফরাসি মিডফিল্ডার মাদি তালাল। কয়েকদিন আগেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এরই মধ্যে নতুন দল পেয়ে গেলেন তালাল।
KNOW
Indian Super League 2025: কয়েকদিন আগেই যৌথ সম্মতিতে ইস্টবেঙ্গলের (East Bengal FC) সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। এরপরেই নতুন দল পেয়ে গেলেন ফরাসি (French) মিডফিল্ডার মাদি তালাল (Madih Talal)। তিনি এক বছরের চুক্তিতে জামশেদপুর এফসি-তে (Jamshedpur FC) যোগ দিলেন। চলতি মরসুমে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করায় এবার নতুন দলে যোগ দিতে কোনও বাধা নেই। জামশেদপুর এফসি এখন নতুন করে দল গড়ে তোলার চেষ্টা করছে। আইএসএল-এর (Indian Super League) এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil) দল ছেড়ে জাতীয় দলের (Indian Football Team) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁর পরিবর্তে জামশেদপুর এফসি-র প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টিভেন ডায়াস (Steven Dias)। এই প্রাক্তন ফুটবলার দীর্ঘদিন ধরে খালিদের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন। খালিদের মতোই স্টিভেনও মাহিন্দ্রা ইউনাইটেডের (Mahindra United) হয়ে খেলেছেন। এই প্রাক্তন মিডফিল্ডার জাতীয় দলের হয়েও খেলেছেন। কোচ হিসেবে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন স্টিভেন।
মার্ক জোথানপুইয়াও জামশেদপুরে
দুর্গাপুজোর (Durga Puja 2025) মধ্যেই ডিফেন্ডার মার্ক জোথানপুইয়াকে (Mark Zothanpuia) ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। এই ডিফেন্ডারও জামশেদপুর এফসি-তে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে চলতি মরসুমের শেষ পর্যন্ত চুক্তির কথা ঘোষণা করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তালালও জামশেদপুরের হয়ে খেলবেন। এই ফরাসি মিডফিল্ডার আইএসএল-এ পাঞ্জাব এফসি-র (Punjab FC) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। চোট পাওয়ায় তিনি লাল-হলুদ জার্সি পরে অল্পদিন খেলেন। তবে তারই মধ্যে সমর্থকদের মন জয় করে নেন। এই মিডফিল্ডার অন্য দলে যোগ দেওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের মন খারাপ।
সুপার কাপ থেকেই খেলবেন তালাল?
জোথানপুইয়া সুপার কাপ থেকেই জামশেদপুর এফসি-র হয়ে খেলবেন। তবে তালাল সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সম্পূর্ণ ফিট হয়ে গেলে সুপার কাপেই মাঠে নেমে পড়তে পারেন এই মিডফিল্ডার। না হলে তাঁকে আইএসএল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


