আইএফএ শিল্ড ২০২৫: টুর্নামেন্টের মধ্যেই ম্যাচের সময় বদলের কথা ঘোষণা, কারণ কী?

Published : Oct 10, 2025, 03:35 PM ISTUpdated : Oct 10, 2025, 04:04 PM IST
IFA Shield 2025

সংক্ষিপ্ত

IFA Shield 2025: বুধবার শুরু হয়েছে আইএফএ শিল্ড। ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) প্রথম ম্যাচ খেলেছে। এরপরেই ম্যাচের সময়ে বদল আনার কথা ঘোষণা করল আইএফএ।

DID YOU KNOW ?
শিল্ডে সফলতম ইস্টবেঙ্গল
আইএফএ শিল্ডে সফলতম ক্লাব ইস্টবেঙ্গল ২৯ বার চ্যাম্পিয়ন হয়েছে।

IFA Shield 2025 Schedule: এবারের আইএফএ শিল্ডের প্রথম দু'টি ম্যাচ বিকেল তিনটেয় শুরু হলেও, পরবর্তী সব ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটেয়। আইএফএ-র পক্ষ থেকে ইস্টবেঙ্গল (East Bengal FC), মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant), ইউনাইটেড স্পোর্টস ক্লাব (United Sports Club), নামধারী এফসি (Namdhari FC), গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC) ও শ্রীনিধি ডেকান (Sreenidi Deccan FC) এফসি-কে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, তিনটেয় ম্যাচ শুরু হলে ম্যাচ শেষ হওয়ার আগেই আলো কমে যাচ্ছে। কৃত্রিম আলোয় কোনও ম্যাচ হচ্ছে না। এই কারণেই ম্যাচের সময় এগিয়ে আনা হচ্ছে। তবে ফাইনালে যদি কলকাতা ডার্বি (Kolkata Derby) হয়, তাহলে সেই ম্যাচও দুপুর আড়াইটেয় শুরু হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। সেই ম্যাচ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। সেখানে কৃত্রিম আলোয় বিকেলে বা সন্ধেবেলা ম্যাচ হতে পারে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেও কৃত্রিম আলোয় ম্যাচ হয়। কিন্তু এবার আইএফএ শিল্ডের গ্রুপের ম্যাচ কেন কৃত্রিম আলোয় হচ্ছে না, তা স্পষ্ট নয়।

প্রথম ম্যাচে জয় ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের

এবারের আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ৪-০ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সি পরে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই গোল পেয়েছেন জয় গুপ্তা (Jay Gupta)। বাকি তিন গোল করেন সল ক্রেসপো ((Saul Crespo Prieto), হামিদ আহাদাদ (Hamid Ahadad) ও জিকসন সিং (Jeakson Singh Thounaojam) ১৪ অক্টোবর গ্রুপের দ্বিতীয় ম্যাচে নামধারী এফসি-র মুখোমুখি হচ্ছে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে গোকুলামকে ৫-১ উড়িয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করেন আলবার্তো রডরিগেজ (Alberto Rodriguez) ও জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। আত্মঘাতী গোল করেন শিবিন (Shibin)। সবুজ-মেরুনের মিডফিল্ডার আপুইয়াও (Apuia) আত্মঘাতী গোল করেন। ১৫ অক্টোবর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড।

কলকাতা ডার্বির অপেক্ষা

চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2025) ও ডুরান্ড কাপে (Durand Cup 2025) কলকাতা ডার্বি হয়েছে। দুই ম্যাচেই জয় পেয়েছে ইস্টবেঙ্গল। এবার আইএফএ শিল্ডে কলকাতা ডার্বি হলে জয় পেতে মরিয়া থাকবে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে, লাল-হলুদ শিবির ফের জয় পেতে চাইবে। ফলে বরাবরের মতোই কলকাতা ডার্বি জমজমাট হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮৯৩
১৮৯৩ সালে শুরু হয় আইএফএ শিল্ড।
বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট আইএফএ শিল্ড শুরু হয় ১৮৯৩ সালে। মাঝে কয়েক বছর বন্ধ থাকলেও এবার শিল্ড হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?