রেফারি ও মনোজ মহম্মদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, হল না আইএসএল-এ প্রথমবার জয়ের হ্যাটট্রিক

সংক্ষিপ্ত

আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্ত দেখা যাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

রেফারি কে রামদাসনের নাম দীর্ঘদিন মনে থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তামিলনাড়ুর রেফারির নাম দেখে ম্যাচ শুরু হওয়ার আগেই অনেক ইস্টবেঙ্গল সমর্থক আশঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁদের আশঙ্কা যে অমূলক ছিল না, সেটা বারবার দেখা গেল। প্রথমার্ধে দু'বার এবং দ্বিতীয়ার্ধে একবার নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই হায়দরাবাদ এফসি-র গোলকিপার আর্শদীপ সিংয়ের লাল কার্ড দেখার কথা। সেক্ষেত্রেও দর্শকের ভূমিকায় দেখা গেল রেফারিকে। প্রথমে বক্সের মধ্যে হাত দিয়ে গোলমুখী বল আটকালেন হায়দরাবাদের ডিফেন্ডার অ্যালেক্স সাজি। পেনাল্টির আবেদন নাকচ করে দিলেন রেফারি। এরপর বক্সের মধ্যে বল বিপদমুক্ত করার চেষ্টার পাশাপাশি ক্লেইটন সিলভার বুকে সরাসরি বুটের স্টাড দিয়ে আঘাত করলেন আর্শদীপ। রেফারির পকেট থেকে কার্ড বেরোল না। পেনাল্টির দাবিও নাকচ হয়ে গেল। দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হায়দরাবাদের সার্বিয়ান ডিফেন্ডার স্টেফান স্যাপিচের হাতে লাগল গোলমুখী বল। এবারও পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল।

একদা ঘরের ছেলে পয়েন্ট কাড়লেন

Latest Videos

আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন মনোজ মহম্মদ। পরে তিনি দলবদল করেন। শনিবার সেই মনোজই ইস্টবেঙ্গলের জয় আটকে দিলেন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬৪ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্লেইটনের অসাধারণ ফ্রি-কিক বারে লেগে ফিরে আসার পর হেডে গোল করেন জিকসন সিং। ৯০ মিনিটে লেফট উইং থেকে উঠে এসে বাঁ পায়ের মাটিঘেঁষা শটে গোল করে সমতা ফেরান মনোজ। ফলে ম্যাচ শেষ হল ১-১ গোলে।

লিগ টেবলে ১১ নম্বরেই ইস্টবেঙ্গল

হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করে ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১১ নম্বরেই থেকে গেল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে হায়দরাবাদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

গঙ্গাসাগরের জন্য বিশ বাঁও জলে কলকাতা ডার্বি! কী করবে আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট?

ঘরের মাঠে ওড়িশা এফসি-র সঙ্গে ড্র, ইস্টবেঙ্গলকে অক্সিজেন দিল মহামেডান স্পোর্টিং

'রাখে বিষ্ণু মারে কে?' ইস্পাতের মতো ধারালো পারফরম্যান্সে জামশেদপুর বধ ইস্টবেঙ্গলের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
যে রাজ্যে চাকরি নেই সেখানে কীসের যোগ্য অযোগ্য? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন রোদ্দুর রায়