Kolkata Derby: কলকাতা ডার্বি নিয়ে বিরাট আপডেট! বড় ম্যাচ কি তাহলে অন্য শহরে? জানুন

বঙ্গ ফুটবলে এই মুহূর্তে বহু চর্চিত একটি বিষয় হল ‘কলকাতা ডার্বি’ (Kolkata Derby)। 

আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। উল্লেখ্য, আইএসএল-এর সূচি অনুযায়ী আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি হওয়ার কথা। কিন্তু আচমকাই তা এখন অনিশ্চিত।

তার কারণ, অবশ্যই নিরাপত্তা। আর সৌজন্যে বিধাননগর পুলিশ কমিশনারেট। তারা জানিয়ে দিয়েছে যে, গঙ্গাসাগর মেলার জন্য ডার্বি ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া আপাতত সম্ভব নয়। এখানেই গোলমাল।

Latest Videos

প্রসঙ্গত, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি রয়েছে গঙ্গাসাগর মেলা। আর তাকে কেন্দ্র করে প্রতিবারই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। যা রীতিমতো সুনিশ্চিত করতে চায় কলকাতা পুলিশ। তবে শুধু কলকাতা পুলিশ নয়, ফোর্স জায়গায় নানা জায়গা থেকে। যেহেতু বাবুঘাট অন্যতম একটি ট্রানজিট পয়েন্ট, সেই কারণে সেখানে আরও বেশি করে নজরদারি চালানো হবে বলে জানা গেছে।

এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশকর্মীদের নিয়ে এসে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। এই কথা মাথায় রেখেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ১১ জানুয়ারি আয়োজিত ডার্বি ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগ করা সম্ভব নয়।

তাহলে কি কলকাতা ডার্বি বাতিল হওয়ার পথেই? এদিকে এটি আবার মোহনবাগানের হোম ম্যাচ। এই প্রসঙ্গে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এই সমস্যার বিষয়ে FSDL-এর সঙ্গে আলোচনায় বসবেন তারা। তবে দুটি বিকল্প রাস্তা রয়েছে। এক হতে পারে, কলকাতার বাইরে ডার্বি ম্যাচ আয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে ডার্বির দর্শক অনেকটাই কমে যেতে পারে। ভুবনেশ্বরে ম্যাচ সরে গেলেও সেই হাইভোল্টেজ ম্যাচের ফিল হয়ত আসবে না। কারণ, গ্যালারি কানায় কানায় নাও ভরতে পারে।

আরেকটি উপায় আছে, ডার্বির তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে। তবে শেষপর্যন্ত, কোন সিদ্ধান্তটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করা হয়, সেটাই আপাতত দেখার বিষয়। অন্যদিকে, চলতি আইএসএল-এর (ISL) গত ডার্বিতে মোহনবাগান ২-০ গোলে হারায় ইস্টবেঙ্গলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভুল জায়গায় হাত দিয়েছেন, মুসলিমদের দল' মমতার Sandeshkhali সফরকে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
যা বললেন...সন্দেশখালিতে বামেদের ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! | Mamata Banerjee | Sandeshkhali
Rashifal Today : ২০২৪-এর শেষ দিন কেমন কাটবে? দেখুন মঙ্গলবারের রাশিফল | Asianet News Bangla
কেন ডিগবাজি খেয়ে TMC-তে সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার! দেখুন | Sandeshkhali News
'কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না' এমন কথা কেন বললেন মমতা? দেখুন | Mamata Banerjee | Sandeshkhali