তেরোর গেরো কাটল, 'চেন্নাই এক্সপ্রেস' বেলাইন করে ছুটছে অস্কারের ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোঁ প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটু একটু করে ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছেন। তাঁর দল এখন আইএসএল-এ সব প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন।

আইএসএল-এ টানা ৩ ম্যাচ গোল হজম না করা, টানা ২ ম্যাচ জয়। কিছুদিন আগে পর্যন্ত ইস্টবেঙ্গলের এই পারফরম্যান্স ভাবতেও পারছিলেন না কট্টর সদস্য-সমর্থকরা। কিন্তু প্রধান কোচ অস্কার ব্রুজোঁর হাত ধরে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ২-০ হারিয়ে লিগ টেবলে ১৩ নম্বর পজিশন থেকে ১১ নম্বরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। টানা ৩ ম্যাচে অপরাজিত থাকার পর ইস্টবেঙ্গল দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। পরের ম্যাচে ঘরের মাঠে ওড়িশা এফসি-র মুখোমুখি হতে চলেছেন আনোয়ার আলি, প্রভসুখন সিং গিলরা। সেই ম্যাচ জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়াই ইস্টবেঙ্গলের লক্ষ্য।

বিষ্ণু-জিকসনের গোলে জয়

Latest Videos

শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। ড্যানিয়েল চিমা চুকুদের আক্রমণই বেশি ছিল। একাধিক সুযোগ নষ্ট করে চেন্নাইয়িন এফসি। ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন একাধিক সেভ করেন। না হলে প্রথমার্ধে পিছিয়ে পড়ত ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ধারা বদলে যায়। ৪৯ মিনিটে দিমিত্রিওস দিয়ামান্তাকসের পরিবর্তে ক্লেইটন সিলভাকে মাঠে নামান অস্কার। এর ৫ মিনিটের মধ্যে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। ৫৪ মিনিটে নাওরেম মহেশ সিংয়ের থ্রু ধরে বক্সের মধ্যে পি ভি বিষ্ণুর দিকে বল বাড়ান সল ক্রেসপো। ফাঁকা গোলে বল ঠেলে দেন বিষ্ণু। ৫৯ মিনিটে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠ ছাড়েন ক্রেসপো। তাঁর পরিবর্তে মাঠে নামেন জিকসন সিং। এই জিকসনই ৮৪ মিনিটে অসাধারণ শটে দ্বিতীয় গোল করেন। এর ফলে সহজ জয় পেল ইস্টবেঙ্গল।

সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারবে ইস্টবেঙ্গল?

চলতি আইএসএল-এ প্রথম ৬ ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা কঠিন। তবে হাল ছাড়তে নারাজ অস্কার। তিনি আশা ছাড়ছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ব্যবস্থার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গল ক্লাবের

'বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি,' বার্তা সৌভিক চক্রবর্তীর

'বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার,' বার্তা ইস্টবেঙ্গল ক্লাবের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee