আইএসএল-এ রেফারিং নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ভারতীয় ফুটবলে ভিএআর চালু করার দাবিও উঠছে। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বিকার।
২০ বছর পর ভারতীয় ফুটবলে ফিরে আসতে পারত অভিশপ্ত দিন। ফের মাঠেই এক ফুটবলারের মৃত্যু হতে পারত। অল্পের জন্য ভয়ঙ্কর ঘটনা এড়ানো গিয়েছে। তবে শনিবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচে ক্লেইটন সিলভাকে যেভাবে আঘাত করা হয়েছে, তাতে আঁতকে উঠেছে ফুটবল মহল। ইস্টবেঙ্গল সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ফুটবলাররাও সরব। এমনকী, ধারাভাষ্যকাররাও বলছিলেন, হায়দরাবাদ এফসি-র গোলকিপার আর্শদীপ সিংকে লাল কার্ড দেখানোর পাশাপাশি ইস্টবেঙ্গলকে পেনাল্টি দেওয়া উচিত ছিল। কিন্তু রেফারি কে রামদাসন সামনে থেকে এই ঘটনা দেখার পরেও ফাউলের সিদ্ধান্ত নেননি। তিনি হায়দরাবাদ এফসি-র গোলকিপারকে হলুদ কার্ডও দেখাননি।
রেফারিং নিয়ে সরব প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস সিলভা
প্রয়াত ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে ইস্টবেঙ্গলে খেলেছিলেন ডগলাস সিলভা। ২০০৪ সালের ৫ ডিসেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফাইনালে ডেম্পোর হয়ে দ্বিতীয় গোল করার পরেই মোহনবাগানের গোলকিপার সুব্রত পালের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন জুনিয়র। এরপর আর তাঁর সংজ্ঞা ফেরেনি। শনিবার সেরকমই কিছু হতে পারত বলে আশঙ্কা করছেন ডগলাস। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আজ আমার মনে হচ্ছিল আমি মাঠে আরও এক ব্রাজিলিয়ান বন্ধুকে হারাতে চলেছি। অন্য কোনও দেশে এই গোলকিপারকে লাল কার্ড দেখানো হত এবং নিশ্চিতভাবেই ১০ ম্যাচেরও বেশি নির্বাসিত করা হত।’ ডগলাসের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল। ইস্টবেঙ্গল সমর্থকরা ডগলাসের সঙ্গে একমত।
ভারতে রেফারিংয়ের উন্নতি কবে হবে?
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল দাবি করছে, আইএসএল-এর মাধ্যমে ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে। কিন্তু রেফারিংয়ের কোনও উন্নতি দেখা যাচ্ছে না। বিশেষ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রায় প্রতি ম্যাচেই রেফারির ভুল সিদ্ধান্ত দেখা যাচ্ছে। ফেডারেশন ও এফএসডিএল এ বিষয়ে নির্বিকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রেফারি ও মনোজ মহম্মদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, হল না আইএসএল-এ প্রথমবার জয়ের হ্যাটট্রিক
ঘরের মাঠে ওড়িশা এফসি-র সঙ্গে ড্র, ইস্টবেঙ্গলকে অক্সিজেন দিল মহামেডান স্পোর্টিং
গঙ্গাসাগরের জন্য বিশ বাঁও জলে কলকাতা ডার্বি! কী করবে আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট?